TRENDING:

উইলিয়ামসন - লাথামের ব্যাটে একদিনের সিরিজ হেরে শুরু ধাওয়ানের তরুণ ভারতের

Last Updated:

Kane Williamson and Tom Latham partnership gets New Zealand win over India in first ODI at Auckland. উইলিয়ামসন - লাথামের ব্যাটে একদিনের সিরিজ হেরে শুরু ধাওয়ানের তরুণ ভারতের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাজে এল না উমরানের দু উইকেট, নিউজিল্যান্ডকে জিতিয়ে দিলেন উইলিয়ামসন
কাজে এল না উমরানের দু উইকেট, নিউজিল্যান্ডকে জিতিয়ে দিলেন উইলিয়ামসন
advertisement

মূলত পরের বছর নিজেদের দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের আগে নতুন করে ঢেলে দল তৈরি করতে চাইছে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতি হিসেবে এখন বিভিন্ন একদিনের সিরিজ চলবে। ভারতের দেওয়া বিশাল টার্গেট কারা করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ফিন আলেন ( ২২), ডেভিড কনওয়ে (২৪), মিচেল (১১) সেভাবে বড় রান করতে পারেননি।

advertisement

কিন্তু এরপর ধৈর্য ধরে নিউজিল্যান্ডকে খেলায় রেখে দেন অধিনায়ক উইলিয়ামসন এবং লাথাম। ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যেতে থাকেন তারা। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনভিজ্ঞ ভারতীয় দলের হাত থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন অভিজ্ঞ দুই কিউই। আরশদীপ, উমরান, ওয়াশিংটন, শার্দুল ঠাকুর, চাহালরা চেষ্টা করছিলেন ভাল বল করার।

কিন্তু উইলিয়ামসন যেন দলকে জিতিয়েই মাঠ ছাড়ার প্রতিজ্ঞা নিয়েছিলেন। লাথাম দুরন্ত শতরান করলেন। যেখানে ইচ্ছে সেখানে মারলেন ভারতীয় বোলারদের। এরপর ম্যাচে আর কিছু বাকি ছিল না ভারতের জন্য। শ্রেয়স আইয়ারের অপরাজিত ৮০ এবং ধাওয়ান ও শুভমানের অর্ধশতরান সব মিলিয়ে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করল ভারতীয় ক্রিকেট দল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এদিন ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত৷নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ও লকি ফার্গুসন ৩ টি করে উইকেট তুলে নেন৷ শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে গেল নিউজিল্যান্ড। উইলিয়ামসন অপরাজিত রইলেন ৯৪ রানে।

বাংলা খবর/ খবর/খেলা/
উইলিয়ামসন - লাথামের ব্যাটে একদিনের সিরিজ হেরে শুরু ধাওয়ানের তরুণ ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল