প্রথমদিকে কিছুটা থিতু হলেন। শেষ কয়েকটা ওভারে শামি, ইয়াশ, হার্দিকদের পিটিয়ে ছাতু করলেন। আন্দ্রে রাসেল, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল - আইপিএলের ইতিহাসে এসব বিধ্বংসী ব্যাটসম্যানদের নিয়ে যতটা আলোচনা হয়, ততটা হয়তো হয় না তাকে ঘিরে। কিন্তু তিনি বাকিদের থেকে কম নন, সেটা পরিসংখ্যান দেখলেই পরিষ্কার।
advertisement
মঙ্গলবার থেকে ইডেনে শুরু হচ্ছে এবারের আইপিএলের নক আউট পর্ব। প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটানসের মুখোমুখি রাজস্থান রয়্যালস। পর পর দুই ম্যাচ জিতে লিগ তালিকায় দুইয়ে শেষ করে প্রথমবার কোয়ালিফায়ার-১ খেলতে নামছে রাজস্থান। তবে তাঁর আগে দলের চিন্তার বিষয় জোস বাটলারের ফর্ম। অরেঞ্জ ক্যাপ’র মালিক জস বাটলার মরশুমের প্রথমার্ধে দারুণ ফর্মে ছিলেন।
মরশুমে তিনটি শতরান ও তিনটি অর্ধশতরানসহ ১৪৭-র স্ট্রাইক রেটে ৬২৯ রান করেছেন বাটলার। প্লে-অফের আগে ফর্মে ফেরার পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। আবার বড় রানের লক্ষ্যে মরশুমের প্রথম দিককার ইনিংসগুলি থেকেই আত্মবিশ্বাসের খোঁজে ছিলেন বাটলার।
কোয়ালিফায়ার-১ নামার আগে দিন তিনি জানান, আমি এবারের আইপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত হলেও, শেষ কয়েকটি ম্যাচ নিয়ে হতাশ। প্রথমার্ধে আমি সম্ভবত নিজের কেরিয়ারের সেরা ক্রিকেটটা খেলছিলাম। আজ আবার ক্রিকেটের নন্দনকানন দেখল আধুনিক যুগের অন্যতম খুনে ব্যাটসম্যান বাটলারের দানবীয় মার।
ওভার শেষ না হয়ে গেলে হয়তো চলতি আইপিএলে নিজের তৃতীয় শতরান তুলে নিতে পারতেন। বাটলারের ব্যাট যখন শাসন করছে বোলারদের, তখন ইডেনের দর্শকরা আনন্দে আত্মহারা। বহুদিনের ক্রিকেট তৃষ্ণা মিটিয়ে দিলেন বাটলার।