রুট জানান, প্রথম ইনিংসের ব্যর্থতার সঙ্গে এই ইনিংসের কোনও সম্পর্ক নেই। বরং তিনি বিশ্বাস করেন, ইংল্যান্ডের জয়ের জন্য যা প্রয়োজন, সবই এখন তাঁদের হাতে রয়েছে। রুট বলেন, “শেষ ছয় সপ্তাহে ক্রিকেট দু’পক্ষের মধ্যেই ঘোড়াফেরা করেছে। এমন একটা সিরিজের অংশ হতে পারা এক অসাধারণ অভিজ্ঞতা।”
একইসঙ্গে শেষ দিনে নিজেদের পরিকল্পনা সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন রুট। চোট পেয়েও খেলতে নামার ইচ্ছা প্রকাশ করেছেন অলরাউন্ডার ক্রিস ওক্স। রুট জানান, প্রয়োজনে ওক্স ব্যথা নিয়েই ব্যাট করতে প্রস্তুত। তিনি বলেন, “ও সাদা পোশাকে মাঠে নেমেছে মানেই ও পুরোপুরি প্রস্তুত। ও নিজের জীবন বিপন্ন করতেও প্রস্তুত।” এই প্রসঙ্গে রুট চোট পাওয়া ঋষভ পন্থের সাহসিকতার প্রসঙ্গও টানেন।
advertisement
ভারতের পেসার মহম্মদ সিরাজের প্রশংসাও করেন রুট। মজার ছলে বলেন, “সিরাজের রাগটা নকল, কিন্তু ওর বিরুদ্ধে খেলতে দারুণ লাগে। ও সব সময় নিজের সবটা উজার করে দেয়। সিরাজের আগ্রাসী বোলিং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর যথেষ্ট চাপে ফেলেছে।”
আরও পড়ুনঃ IND vs ENG: ১৪১ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার! ৯ জন প্লেয়ার মিলে গড়ল নতুন বিশ্বরেকর্ড
শেষ দিনে ম্যাচ জিততে ইমল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের দরকার ৪ উইকেট। ভারতের অ্যাডভান্টেজ হল আর ২২ পরেই নতুন বল মিলবে। এই অবস্থায় ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড এখন কিছুটা এগিয়ে থাকলেও, ভারতের কাছে ম্যাচ জেতার সুযোগ রয়েছে। শেষ দিনে ওভালে রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।