TRENDING:

IND vs ENG: ম্যাচ জিততে শেষ দিনে কী পরিকল্পনা ইংল্যান্ডের? ফাঁস করে দিলেন জো রুট!

Last Updated:

IND vs ENG 5th Test: শেষ দিনে ম্যাচ জিততে ইমল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের দরকার ৪ উইকেট। ভারতের অ্যাডভান্টেজ হল আর ২২ পরেই নতুন বল মিলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওভাল টেস্টের চতুর্থ দিনে দুর্দান্ত এক ইনিংস খেলে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট দলকে শক্ত ভিত গড়ে দেন। তিনি ভারতের বিরুদ্ধে তাঁর টেস্ট কেরিয়ারের ৩৮তম সেঞ্চুরি (১০৫ রান) পূর্ণ করেন। যদিও দিনের শেষে মাঠে থাকতে না পারার আক্ষেপ রুটের মুখে স্পষ্ট ছিল। তবে সাংবাদিকদের সামনে আসা রুট হাসিমুখে আত্মবিশ্বাস প্রকাশ করেন এবং বলেন, “আমার ওই বলটি বাউন্ডারিতে পাঠানো উচিত ছিল। আমি আমার পরিকল্পনায় ভুল করেছিলাম।”
(Photo-AP)
(Photo-AP)
advertisement

রুট জানান, প্রথম ইনিংসের ব্যর্থতার সঙ্গে এই ইনিংসের কোনও সম্পর্ক নেই। বরং তিনি বিশ্বাস করেন, ইংল্যান্ডের জয়ের জন্য যা প্রয়োজন, সবই এখন তাঁদের হাতে রয়েছে। রুট বলেন, “শেষ ছয় সপ্তাহে ক্রিকেট দু’পক্ষের মধ্যেই ঘোড়াফেরা করেছে। এমন একটা সিরিজের অংশ হতে পারা এক অসাধারণ অভিজ্ঞতা।”

একইসঙ্গে শেষ দিনে নিজেদের পরিকল্পনা সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন রুট। চোট পেয়েও খেলতে নামার ইচ্ছা প্রকাশ করেছেন অলরাউন্ডার ক্রিস ওক্স। রুট জানান, প্রয়োজনে ওক্স ব্যথা নিয়েই ব্যাট করতে প্রস্তুত। তিনি বলেন, “ও সাদা পোশাকে মাঠে নেমেছে মানেই ও পুরোপুরি প্রস্তুত। ও নিজের জীবন বিপন্ন করতেও প্রস্তুত।” এই প্রসঙ্গে রুট চোট পাওয়া ঋষভ পন্থের সাহসিকতার প্রসঙ্গও টানেন।

advertisement

ভারতের পেসার মহম্মদ সিরাজের প্রশংসাও করেন রুট। মজার ছলে বলেন, “সিরাজের রাগটা নকল, কিন্তু ওর বিরুদ্ধে খেলতে দারুণ লাগে। ও সব সময় নিজের সবটা উজার করে দেয়। সিরাজের আগ্রাসী বোলিং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর যথেষ্ট চাপে ফেলেছে।”

আরও পড়ুনঃ IND vs ENG: ১৪১ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার! ৯ জন প্লেয়ার মিলে গড়ল নতুন বিশ্বরেকর্ড

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

শেষ দিনে ম্যাচ জিততে ইমল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের দরকার ৪ উইকেট। ভারতের অ্যাডভান্টেজ হল আর ২২ পরেই নতুন বল মিলবে। এই অবস্থায় ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড এখন কিছুটা এগিয়ে থাকলেও, ভারতের কাছে ম্যাচ জেতার সুযোগ রয়েছে। শেষ দিনে ওভালে রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ম্যাচ জিততে শেষ দিনে কী পরিকল্পনা ইংল্যান্ডের? ফাঁস করে দিলেন জো রুট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল