৩৩৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভারত কিছুটা চাপে পড়ে, তবে তৃতীয় উইকেটে জেমাইমা ও হরমনপ্রীতের ১৬৭ রানের জুটি দলকে জয়ের পথে ফেরায়। দুই ব্যাটারের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত ৪৮.৩ ওভারে ৫ উইকেটে ৩৪১ রান তুলে নেয়, যা মহিলা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানচেজ করার রেকর্ড। এই জয়ের মাধ্যমে ভারত শেষ দুই আসর ধরে অপরাজিত থাকা অস্ট্রেলিয়ার ১৫ ম্যাচের জয়রথ থামিয়ে দেয়।
advertisement
ম্যাচ শেষে চোখের জল বাঁধ মানেনি জেমাইমা রড্রিগেজের। তিনি বলেন, “গত কয়েক মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফর্ম হারিয়ে ফেলেছিলাম, দল থেকে বাদ পড়েছিলাম, মানসিকভাবে ভালো ছিলাম না, উদ্বেগে ভুগছিলাম। কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলাম। বাইবেলের একটি আয়াত আমাকে শক্তি দিয়েছে—‘শান্ত থেকো, ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবেন।’ শেষ পর্যন্ত তিনি-ই আমার হয়ে লড়েছেন।”
আরও পড়ুনঃ পর্দার আড়ালে থাকা নায়ক! কোচ অমল মজুমদারের একটি সিদ্ধান্ত, বদলে দেয় জেমাইমা ও ভারতের ভাগ্য
এই ইনিংস ছিল রড্রিগেজের কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি। কঠিন পরিস্থিতিতে তার শান্ত স্বভাব ও দৃঢ় মানসিকতা দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। তার এই ইনিংস শুধু পরিসংখ্যানের নয়, মানসিক দৃঢ়তারও প্রতীক হয়ে থাকবে। রড্রিগেজ ও হরমনপ্রীতের জুটি দলকে আত্মবিশ্বাস দিয়েছে ফাইনালের লড়াইয়ে। এখন গোটা ভারত তাকিয়ে আছে ভারতের প্রথম বিশ্বজয়ের দিকে।

