আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা করেছে নেদারল্যান্ডসও। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। ফুটবলের দেশ হিসাবে পরিচিত ইতালি। অথচ গত দুটো বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জনই করতে পারেনি তারা। সেই ইতালিই এবার ক্রিকেট বিশ্বকাপে প্রথম বার যোগ্যতা অর্জন করতে সফল।
advertisement
আরও পড়ুন– বর্ষায় এই ৫ ফল বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা, ৩ নম্বরটা পাতে পড়লে কেউই না বলবেন না !
শুক্রবার নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। ২০২৬ সালে ইতালির ক্রিকেট দল ভারতে আসছে বিশ্বকাপ খেলতে। ইতালির পাশাপাশি টি২০ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে নেদারল্যান্ডসও।
দ্য হেগ-এর মাঠে এ দিন নেদারল্যান্ডসকে হারালেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত ইতালির। তবে হারলেও সুযোগ ছিল। কারণ দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে পয়েন্ট সমান (৫) থাকলেও রান রেটে অনেকটাই এগিয়েছিল ইতালি ৷ আর তাতেই শেষপর্যন্ত টি২০ বিশ্বকাপে প্রথমবারের জন্য যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়ল ইতালি ৷