TRENDING:

Italy Qualify for T20 World Cup: ক্রিকেটে নতুন ইতিহাস ! মালদিনি, বাজ্জিওদের দেশ ইতালি এবার টি২০ বিশ্বকাপে

Last Updated:

Italy Make History, Qualify For T20 World Cup: নেদারল্যান্ডসের হেগ শহরে শুক্রবার ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে জায়গা করে নিতে সফল ইতালি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হেগ, নেদারল্যান্ডস: বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হল আরও একটি নাম। মালদিনি, বাজ্জিও, বুফোঁদের দেশ ইতালি এবার জায়গা করে নিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৷ নেদারল্যান্ডসের হেগ শহরে শুক্রবার ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে জায়গা করে নিতে সফল ইতালি ৷
ইতালি এবার টি২০ ক্রিকেট বিশ্বকাপে Photo: © X/ICC
ইতালি এবার টি২০ ক্রিকেট বিশ্বকাপে Photo: © X/ICC
advertisement

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা করেছে নেদারল্যান্ডসও। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। ফুটবলের দেশ হিসাবে পরিচিত ইতালি। অথচ গত দুটো বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জনই করতে পারেনি তারা। সেই ইতালিই এবার ক্রিকেট বিশ্বকাপে প্রথম বার যোগ্যতা অর্জন করতে সফল।

advertisement

আরও পড়ুন– বর্ষায় এই ৫ ফল বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা, ৩ নম্বরটা পাতে পড়লে কেউই না বলবেন না !

শুক্রবার নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। ২০২৬ সালে ইতালির ক্রিকেট দল ভারতে আসছে বিশ্বকাপ খেলতে। ইতালির পাশাপাশি টি২০ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে নেদারল্যান্ডসও।

আরও পড়ুন– শুধুই ‘সংস্কারী বাবুজি’? এর বাইরেও আছে অলোক নাথের আলাদা পরিচয়, রুপোলি পর্দা তোলপাড় করেছিল তাঁর আর টিনা মুনিমের ‘দুঃসাহসিক’ দৃশ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দ্য হেগ-এর মাঠে এ দিন নেদারল্যান্ডসকে হারালেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত ইতালির। তবে হারলেও সুযোগ ছিল। কারণ দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে পয়েন্ট সমান (৫) থাকলেও রান রেটে অনেকটাই এগিয়েছিল ইতালি ৷ আর তাতেই শেষপর্যন্ত টি২০ বিশ্বকাপে প্রথমবারের জন্য যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়ল ইতালি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
Italy Qualify for T20 World Cup: ক্রিকেটে নতুন ইতিহাস ! মালদিনি, বাজ্জিওদের দেশ ইতালি এবার টি২০ বিশ্বকাপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল