বর্ষায় এই ৫ ফল বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা, ৩ নম্বরটা পাতে পড়লে কেউই না বলবেন না !
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Top 5 Seasonal Fruits: প্রত্যেক ঋতুর নিজস্ব ফল এবং ফসল থাকে। সেই নিয়ম মেনেই এখন বাজারে গ্রীষ্মকালীন ফলের আনাগোনা কমে গিয়েছে, বর্ষাকালের ফল আসতে শুরু করেছে।
advertisement
advertisement
জামের পর এবার খেজুর ফলের কথায় আসা যাক। এটি একটি বন্য ফল। এর গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রেই মাঠের ধারে এবং বনাকীর্ণ এলাকায় পাওয়া যায়। ফেব্রুয়ারি-মার্চ মাসে এই গাছে ফল আসতে শুরু করে এবং গ্রীষ্মকাল জুড়ে তা গাছেই থাকে। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা পাকতে শুরু করে। বর্ষাকালে এক মাস ধরে এটা খাওয়া যায়। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, খেতেও মিষ্টি, তবে এর প্রকৃতি উষ্ণ, তা শরীরকে গরম করে তোলে।
advertisement
এবার আসা যাক করমচা ফলের কথায়। এটি এমন একটি ফল যা বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে আসতে শুরু করে। সবাই এই ফলটি খেতে খুব পছন্দ করে। শিশু থেকে শুরু করে বয়স্ক- পাতে পড়লে কেউ না বলবেন না। স্বাদে টক করমচা লবণ দিয়ে খাওয়ার রেওয়াজ। বর্ষাকালে এটি অনেক পরিবারেই প্রচুর পরিমাণে খাওয়া হয়ে থাকে। করমচার আচারও খুব সুস্বাদু।
advertisement
advertisement
advertisement
advertisement