এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৩৭ রানে ২ উইকেট হারিয়েছে। ক্রিকেটভক্তরা অবশ্যই পাকিস্তানকে ফাইনালে চাইছেন। তবে অস্ট্রেলিয়া ফাইনাল খেললেও ভারতের বিরুদ্ধে কড়া প্রতিযোগিতা দেবে।
২০২৩ বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে ভাল খেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতীয় দলের। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের চিৎকার, উচ্ছ্বাস উপেক্ষা করে সেই জয় অস্ট্রেলিয়ার জন্য সহজ ছিল না।
advertisement
আরও পড়ুন- ৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির! ‘নতুন সম্পর্ক’ কার সঙ্গে, ঠিক হয়ে গেল!
রবিবার ভারতের সামনে আবার বিশ্বকাপ জয়ের সুযোগ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বরাবর দাপট দেখিয়েছে ভারত। যশ ধুলের ভারতীয় দল গতবারও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। এবারও দুর্দান্ত সুযোগ ভারতীয় দলের সামনে।
অনেকেই বলেন, এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতের তারকা তৈরি হয়ে যায়। কথাটা ভুল নয়। বিরাট কোহলির মতো তারকাও এই টুর্নামেন্ট থেকেই নিজের জাত চিনিয়েছিলেন। আর এবার এই টুর্নামেন্টেই একজন ক্রিকেটারকে ভবিষ্যতের বিরাট কোহলি বলছেন অনেকে।
সেই ক্রিকেটারের নাম উদয় সাহারান। তিনি এবার যুব বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন। ভারতীয় দলকে সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন উদয়। পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত পারফর্ম করছেন। চলতি বিশ্বকাপে তিনি এখনও পর্যন্ত ৬টি ম্যাচে ৩৮৯ রান করেছেন।
আরও পড়ুন- ক্রিকেটাররা সকাল থেকে রাত পর্যন্ত কী খান? সাধারণ ডায়েট নয়, থাকে ‘স্পেশাল’ খাবার
তবে অনেকে বলছেন, ভবিষ্যতের তারকা সচিন দাশ। চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তিন নম্বরে (২৯৪ রান) তিনি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি।