৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির! 'নতুন সম্পর্ক' কার সঙ্গে, ঠিক হয়ে গেল!

Last Updated:
Virat Kohli: বিরাট কোহলির প্রায় ৮ বছরের সম্পর্ক ভাঙছে। অথচ এই নিয়ে কোনও পক্ষই এখনও মুখ খোলেনি। তবে জানা যাচ্ছে, নতুন চুক্তিতে সই করবেন কোহলি।
1/6
একটা-দুটো দিন নয়, প্রায় বছরের সম্পর্ক। পেশাদার সম্পর্ক বটে। তবুও সম্পর্ক তো! আর সেই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসছেন বিরাট কোহলি।
একটা-দুটো দিন নয়, প্রায় বছরের সম্পর্ক। পেশাদার সম্পর্ক বটে। তবুও সম্পর্ক তো! আর সেই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসছেন বিরাট কোহলি।
advertisement
2/6
জনপ্রিয় সংস্থা Puma-র সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে কোহলির। ২০১৭ সালে যে সম্পর্ক শুরু হয়েছিল, তা আর থাকল না।
জনপ্রিয় সংস্থা Puma-র সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে কোহলির। ২০১৭ সালে যে সম্পর্ক শুরু হয়েছিল, তা আর থাকল না।
advertisement
3/6
জানা গিয়েছে, Puma-র সঙ্গে কোহলির ১১০ কোটি টাকার চুক্তি ছিল। প্রায় ৮ বছর ধরে এই জার্মান সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর ছিলেন কোহলি।
জানা গিয়েছে, Puma-র সঙ্গে কোহলির ১১০ কোটি টাকার চুক্তি ছিল। প্রায় ৮ বছর ধরে এই জার্মান সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর ছিলেন কোহলি।
advertisement
4/6
বিরাট কোহলির স্ত্রী অনুষ্কার সঙ্গে এই সংস্থার চুক্তি রয়েছে। এমনকী কোহলির আইপিএলের দল আরসিবির কিট স্পনসর তারা।
বিরাট কোহলির স্ত্রী অনুষ্কার সঙ্গে এই সংস্থার চুক্তি রয়েছে। এমনকী কোহলির আইপিএলের দল আরসিবির কিট স্পনসর তারা।
advertisement
5/6
জানা যাচ্ছে, Agilitas sports-এর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন বিরাট কোহলি। জানা যাচ্ছে, এই সংস্থার অংশীদারও হবেন কোহলি।
জানা যাচ্ছে, Agilitas sports-এর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন বিরাট কোহলি। জানা যাচ্ছে, এই সংস্থার অংশীদারও হবেন কোহলি।
advertisement
6/6
Puma অবশ্য এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে তারা এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি। এমনকী বিরাট কোহলিও এই নিয়ে মুখ খোলেননি।
Puma অবশ্য এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে তারা এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি। এমনকী বিরাট কোহলিও এই নিয়ে মুখ খোলেননি।
advertisement
advertisement
advertisement