আরও পড়ুন - ব্যাটে স্মৃতি, বলে রেনুকা! লঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
এক বছর আগে এই দুজন দুবাইয়ে ভারতকে উড়িয়ে দিয়েছিলেন। তারপর অবশ্য এশিয়া কাপে দুবারের সাক্ষাতে একবার ভারত জিতেছে, অন্যবার পাকিস্তান। কিন্তু মেলবোর্নের মাঠে যেকোনো মূল্যে পাকিস্তানকে হারাতে মরিয়া ভারত। আর সেক্ষেত্র বাবর - রিজওয়ান জুটিকে সবার আগে আউট করতে হবে। উপায় বলে দিয়েছেন ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, দুজন ব্যাটসম্যানের ক্ষেত্রেই প্রথমদিকে বাইরে বল করা যাবে না।
advertisement
উইকেট লক্ষ্য করে বল করতে হবে। বাবর একটু সময় নেন। পাওয়ার প্লে কাজে লাগান রিজওয়ান। ইরফান মনে করেন বাবরকে তার ব্যাকফুটে খেলাতে হবে ভারতকে। সেক্ষেত্রে যদি পাওয়ারপ্লেতে চাহালকে একটি ওভার ব্যবহার করতে হয় করতে হবে। কারণ ওই জায়গায় বাবর দুর্বল থাকেন। রিজওয়ানকে ফুল লেন্থ বল করা যেতেই পারে। এলবি ডব্লিউ হওয়ার সম্ভাবনা থাকবে।
এক্ষেত্রে ভারতের তরুণ বাঁহাতি সিমার অর্শদীপ সিং বড় ভূমিকা পালন করতে পারেন। কারণ পাকিস্তানের এই দুজন ব্যাটসম্যান অর্শদীপকে খেলেননি। সেক্ষেত্রে পঞ্জাবের পেসার গোপন অস্ত্র হয়ে উঠতে পারেন। ভুবনেশ্বর কুমার প্রথমদিকে সুইং করাতে পারলে বাবর - রিজওয়ান চ্যালেঞ্জের মুখে পড়বেন।
মহম্মদ শামির অভিজ্ঞতা অবশ্যই বড় ফ্যাক্টর। তবে এই মুহূর্তে তিনি কেমন ফর্মে আছেন সেটাই দেখার। কিন্তু একটা ব্যাপারে ইরফান নিশ্চিত। ভারতের ক্ষেত্রে ম্যাচটা জিততে হলে যত সম্ভব তাড়াতাড়ি দুই পাক ওপেনারকে ফেরাতে হবে। না হলে বিশ্বকাপে হারের প্রতিশোধ নেওয়া মুশকিল হয়ে যাবে।