কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, “বিগত বছরে আইপিএল জয় করেছিল কেকেআর। তাই কেকেআর-এর পক্ষ থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ট্রফি প্রদর্শনী করা হবে। ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএলের উন্মাদনাকে আরোও একধাপ এগিয়ে নিয়ে যেতে এই ব্যবস্থা করা হচ্ছে। একেবারেই সামনে থেকে এই ট্রফি কে শুধুই দেখতে পাওয়া যাবে না। ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন সমর্থকরা। ইতিমধ্যে এই গোটা বিষয় নিয়ে আলোচনা পর্ব শেষ হয়েছে। কেকেআরের পক্ষ থেকে দিন জানিয়ে দেওয়া হয়েছে।”
advertisement
আরও পড়ুন – Mr Asia: বাংলার গৌরব বডি-বিল্ডিংয়ে মিস্টার এশিয়া, আবারও সোনা জয়, শখ এখন দেশকে এনে দিচ্ছে সম্মান
তিনি আরও জানান, “আগামী ৫ মার্চ কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে এই প্রদর্শনী হতে চলেছে। তিনটে থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এছাড়া দর্শকদের সঙ্গে বেশ কিছু টেবিল গেমসও খেলা হতে পারে এমনটাই জানতে পারা গিয়েছে।” কোচবিহারের এক ক্রিকেটপ্রেমী ব্যক্তি সন্দীপন পাল জানান, “কোচবিহারে কেকেআরের জেতা ট্রফি আসবে এটা শুনেই মনে শিহরণ জাগছে। ট্রফির সামনে দাঁড়িয়ে ট্রফিকে সামনে থেকে দেখার অপেক্ষায় রয়েছে। এছাড়া ছবি তো তুলবই। তবে বিশেষত ধন্যবাদ দেওয়া উচিত জেলা ক্রীড়া সংস্থাকে। যারা এই আয়োজনটি ব্যবস্থা করতে পেরেছেন।”
বর্তমান সময়ে ইতিমধ্যেই আইপিএল নিয়ে উদ্দীপনা বাড়তে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই উন্মাদনাকে আরোও কয়েকগুণ বাড়িয়ে দেবে এই ট্রফি প্রদর্শনী। ট্রফি প্রদর্শনের দিন প্রচুর সংখ্যক মানুষ আসবেন এমনটাই আশা রাখছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। তবে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আইপিএল কে কেন্দ্র করে এক আলাদা আমেজ তৈরি করতে চলেছে এই ট্রফি প্রদর্শনী।
Sarthak Pandit