৩০ মে, পাটনা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করতে বিহার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বৈভব সূর্যবংশী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ভিডিওতে দেখা যায়, বৈভব বিনম্রভাবে মোদির পা ছুঁয়ে প্রণাম করছেন। তার বাবা-মা হাতজোড় করে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এই দৃশ্য দেশবাসীর মন ছুঁয়ে গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ পোস্ট করে লিখেছেন, “পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী ও তার পরিবারের সঙ্গে দেখা হলো। তার ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে! তার ভবিষ্যতের জন্য রইল শুভকামনা।”
advertisement
আরও পড়ুনঃ কোয়ালিফায়ার ওয়ান হেরে মোট কতবার সেই দল ফাইনালে উঠেছে? চ্যাম্পিয়ন হয়েছে কতবার? রইল তথ্য
আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে বৈভব সাত ইনিংসে ২৫২ রান করেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান তিনি। এই প্রতিভাবান কিশোর এখন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছেন এবং আগামী ইংল্যান্ড সফরে কঠিন কন্ডিশনে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত। বৈভবের দক্ষতা ও মূল্যবোধ আগামী দিনে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলেই বিশ্বাস দেশবাসীর।