কোয়ালিফায়ার ওয়ান হেরে মোট কতবার সেই দল ফাইনালে উঠেছে? চ্যাম্পিয়ন হয়েছে কতবার? রইল তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025: আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার-১ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গিয়েছে পাঞ্জাব কিংস। তবে, এই হারেও তাদের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়নি।
আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার-১ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গিয়েছে পাঞ্জাব কিংস। তবে, এই হারেও তাদের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়নি। সামনে এখনও একটি সুযোগ রয়েছে—কোয়ালিফায়ার-২। ১ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচে তারা মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের। কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের ওপর এখন চাপ বাড়ছে, কারণ একটি জয়ই তাদের নিয়ে যেতে পারে আইপিএলের ফাইনালে।
২০১১ সাল থেকে চালু হওয়া প্লে-অফ ফর্ম্যাট অনুযায়ী, কোয়ালিফায়ার-১ হেরে যাওয়া দলগুলোর জন্য দ্বিতীয় সুযোগ থাকে। এখন পর্যন্ত ১৪টি মরশুমে মোট ১১ বার এমন ঘটেছে, যেখানে কোয়ালিফায়ার-১ হারে যাওয়া দল কোয়ালিফায়ার-২ জিতে ফাইনালে উঠেছে। যদিও এর মধ্যে মাত্র ২ বার সেই দলগুলো চ্যাম্পিয়ন হয়েছে, তবুও ইতিহাস প্রমাণ করে যে ফিরে আসা অসম্ভব নয়।
advertisement
সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল মুম্বাই ইন্ডিয়ান্স, যারা কোয়ালিফায়ার-১ হেরে আইপিএল ট্রফি জিতেছিল। এমনকি গত মরশুমেও সানরাইজার্স হায়দ্রাবাদ একই পথে ফাইনালে পৌঁছেছিল। এই পরিসংখ্যান পাঞ্জাবের জন্য একটি বড় অনুপ্রেরণা হতে পারে।
advertisement
পাঞ্জাব কিংস এবারে যদি কোয়ালিফায়ার-২ জিতে ফাইনালে ওঠে, তাহলে এটি হবে কোয়ালিফায়ার-১ হারে ফাইনালে ওঠার ১২তম ঘটনা। পুরো মরশুম জুড়ে তারা ধারাবাহিক পারফরম্যান্স করেছে এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলটি আত্মবিশ্বাসী। সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন, হয়তো এবারই ইতিহাস বদলাবে এবং পাঞ্জাব আইপিএল ট্রফি ঘরে তুলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 4:07 PM IST