ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন রায়ান রিকেলটন। শুরুটা ভাল করলেও এদিনও বড় রান পেলেন না রোহিত শর্মা। ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর রিকেলটনের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব। রায়ান রিকেলটনও ২৫ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাজঘরে ফেরেন।
advertisement
এরপর সূর্যকুমার যাদব ও তিলক বর্মা অনবদ্য পার্টনারশিপ করে দলকে ভাল জায়গায় পৌছে দেন। একইসঙ্গে ভাল রানরেটে এগিয়ে নিয়ে যান স্কোরব বোর্ড। দ্বিতীয় উইকেটে ৬০ রান যোগ করেন দুজনে। এরপর সূর্যকুমার যাদব ফেরেন ২৮ বলে ৬০ রান করে। এরপর হার্দিক এসে বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ২ রান করেন মুম্বই অধিনায়ক। অপরদিকে, নিজের ইনিংস চালিয়ে যান তিলক বর্মা। ২৭ বলে ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন তিনি।
আরও পড়ুনঃ Virat Kohli: ভারতের প্রথম ও বিশ্বে দ্বিতীয়, কোহলির ঝুলিতে আরও এক বিরাট রেকর্ড
শেষের দিকে স্লগ ওভারে রানের গতিবেগ বাড়ান তিলক বর্মা ও নমন ধীর। তাদের ব্যাটে ভর করেই ২০০ রানের গন্ডি পেরোয় মুম্বই। ৩৩ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মা। ৫টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এছাড়া স্লগ ওভারে ১৭ বলে ৩৮ রানের ঝোড় ইনিংস খেলে অপরাজিত থাকেন নমন ধীর। জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের টার্গেট ২০৬।
