আর কী করলে টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া যায়! ইতিহাস গড়লেন সরফরাজ খান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sarfaraz Khan Create Unique World Record: ঘরোয়া ক্রিকেটে লাগাতার রান করে গেলেও ভারতীয় দল থেকে ব্রাত্য তিনি। আর কী করলে তিনি টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন, তা হয়তো তারও অজানা। তবে নিজের কর্ম করে যাচ্ছেন সরফরাজ খান।
advertisement
1/5

ঘরোয়া ক্রিকেটে লাগাতার রান করে গেলেও ভারতীয় দল থেকে ব্রাত্য তিনি। আর কী করলে তিনি টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন, তা হয়তো তারও অজানা। তবে নিজের কর্ম করে যাচ্ছেন সরফরাজ খান। এবার তার ব্যাট থেকে এল আরও এক মাইলস্টোন ইনিংস। ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন ডান হাতি তরুণ ব্যাটার।
advertisement
2/5
বৃহস্পতিবার ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করা ভারতীয় ব্যাটার হিসেবে রেকর্ড গড়েছেন। জয়পুরে অনুষ্ঠিত এলিট গ্রুপ সি ম্যাচে তিনি মাত্র ১৫ বলেই ৫০ রান পূর্ণ করেন, যা ভারতীয় ক্রিকেটে এক নতুন মাইলফলক।
advertisement
3/5
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল ১৬ বলে। সেই রেকর্ড ভেঙে সারফরাজ নিজের নাম ইতিহাসের পাতায় তুলে ধরলেন। তবে বিশ্ব রেকর্ড এখনও শ্রীলঙ্কার কৌশল্যা উইরারত্নের দখলে রয়েছে। ২০০৫ সালে তিনি মাত্র ১২ বলে অর্ধশতরান করেছিলেন। তা সত্ত্বেও, ভারতীয় প্রেক্ষাপটে সরফরাজের এই কীর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য।
advertisement
4/5
এই ম্যাচে সরফরাজ মোট ২০ বল মোকাবিলা করে ৬২ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি বিশাল ছক্কা। ৩১০ স্ট্রাইক রেটে ব্যাট করা সরফরাজ শুরু থেকেই পঞ্জাবের বোলারদের ওপর চাপ তৈরি করেন। শেষ পর্যন্ত ময়াঙ্ক মার্কান্ডের বলে এলবিডব্লিউ হয়ে আউট হলেও তার আগ্রাসী ইনিংস ম্যাচের গতি বদলে দেয়।
advertisement
5/5
২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সরফরাজ ছিলেন মুম্বইয়ের তৃতীয় ব্যাটার যিনি আউট হন। তার আগে গুরনূর ব্রার তুলে নেন মুশীর খান ও অংক্রিশ রঘুবংশীর উইকেট। মুশীর ২২ বলে ২১ রান করেন, আর রঘুবংশী ৩২ বলে ২৩ রান যোগ করেন। সরফরাজের ঝোড়ো ইনিংস মুম্বাইয়ের রান তাড়ায় বড় ভূমিকা রাখে।