ইনস্টাগ্রাম স্টোরিতে ঋদ্ধিমা লিখেছেন, “সত্যিটা গুরুত্বপূর্ণ। গত কয়েক ঘণ্টা ধরে একটি খবর ছড়ানো হচ্ছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা সত্যি নয়। আসন্ন মরশুমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। আমার কাছে আমার দেশ সবার আগে। যে কোনও অ্যাসাইনমেন্টের চেয়ে ক্রিকেট খেলাটাকেই আমি বেশি গুরুত্ব দিই।”
তিনি আরও লেখেন, “বছরের পর বছর সততা, সম্মান এবং আবেগের সঙ্গে এই খেলাটির সেবা করার সৌভাগ্য আমার হয়েছে। এটা কখনও বদলাবে না। আমি সবসময় সততা, স্পষ্টতা এবং ক্রীড়াসুলভ মানসিকতার পক্ষে দাঁড়াব। যারা আমাকে সমর্থন করেছেন এবং যোগাযোগ করেছেন, তাঁদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ। আপনাদের বার্তাগুলো আমার কাছে অনেক মূল্যবান। ক্রিকেট সত্যের দাবিদার। এ বিষয়ে আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।”
advertisement
রিদ্ধিমা পাঠকের এই সাহসী সিদ্ধান্তের পর সবাই তাঁর সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছেন। আপনিও যদি তাঁর সম্পর্কে জানতে চান, তাহলে তাঁর সঙ্গে জড়িত কিছু তথ্য এখানে তুলে ধরা হল-
রিদ্ধিমা পাঠকের জন্ম ১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। বর্তমানে তাঁর বয়স ৩৫ বছর। পেশাগতভাবে তিনি একজন মডেল, অভিনেত্রী, ভয়েস আর্টিস্ট, টিভি প্রেজেন্টার ও অ্যাঙ্কর।
রিদ্ধিমা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন একটি রেডিও স্টেশনে ইন্টার্নশিপের মাধ্যমে। এর পর তিনি রেডিও জকি (আরজে) হিসেবে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যান। তিনি স্টার স্পোর্টস, টেন স্পোর্টস, সনি এবং জিও-সহ একাধিক চ্যানেলে নানা ক্রীড়া ইভেন্ট উপস্থাপনা করেছেন।
বর্তমানেও তিনি এই চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত। তাঁর ভয়েস মড্যুলেশন এবং খেলাধুলা সম্পর্কে গভীর জ্ঞানের জন্য ভক্তদের কাছে তিনি বেশ জনপ্রিয়। টোকিও অলিম্পিক্সের সময় রিদ্ধিমা বিশেষ পরিচিতি লাভ করেন। সেই সময় তিনি প্রাক্তন হকি খেলোয়াড় ভীরেন রাসকুইনহার সঙ্গে কাজ করেন।
রিদ্ধিমার স্কুলিম রামনিরঞ্জন পোদার স্কুল থেকে। স্কুলজীবন থেকেই তিনি খুবই সক্রিয় ছিলেন। সেই সময়েই তিনি বিতর্ক ও থিয়েটার শোতে অংশ নিতে শুরু করেন। ২০০৮ সালে রিদ্ধিমা এমকেএসএসএস কামিন্স কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইনস্ট্রুমেন্টেশন ও কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে এ গ্রেড নিয়ে স্নাতক সম্পন্ন করেন।
আরও পড়ুন- ৯টি ছক্কা সহ ৩১ বলে ৭৫ রান, টি-২০ বিশ্বকাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতীয় তারকা
খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজের ক্ষেত্রে একটি চাকরিও পেয়ে যান। তবে শিল্পকলার প্রতি গভীর আগ্রহের কারণে তিনি সেই ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন। ৩৫ বছর বয়সী রিদ্ধিমা খুব অল্প সময়ের মধ্যেই বিরাট কোহলি ও এমএস ধোনির মতো বড় তারকাদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছেন।
