জেলা বনবিভাগের তৈরি করা বা স্বনির্ভর গোষ্ঠীর নিজস্ব তৈরি করা সামগ্রী এই ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রে পাওয়া যাবে। এর পাশাপাশি পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ ও এই জেলার বিশেষ কিছু খাবারও পাওয়া যাবে এই ভ্রাম্যমাণ গাড়িতে। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে একেবারেই নয়া সংযোজন হয়ে উঠতে চলেছে এই ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রগুলি। এখান থেকে পর্যটকেরা জঙ্গলমহলের ঢেঁকি ছাটা চাল, মধু, মাশরুম-সহ নানান খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
advertisement
বাড়ি নিয়ে যেতে পারবেন পুরুলিয়ার স্বাদ, গন্ধ। জেলার পর্যটনকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলাশাসক সুধীর কন্থাম বলেন, আপাতত অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনী ফলস, চড়িদা গ্রামে এই ভ্রাম্যমাণ গাড়িগুলি থাকবে। পরবর্তীতে পর্যটকদের সাড়া যদি আরও ভালভাবে পাওয়া যায় তাহলে এই ভ্রাম্যমাণ গাড়ির সংখ্যা বাড়ানো হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা অনেক সময়ই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ ও গ্রামীণ খাবারের সন্ধানে থাকেন। কিন্তু অনেক সময় বিপণন কেন্দ্র না থাকায় তারা এগুলো কিনতে পারেন না। তাদের জন্য এবার দুর্দান্ত সুযোগ করে দিল জেলা প্রশাসন। পুরুলিয়ার পর্যটনে এই ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্র যথেষ্টই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।





