TRENDING:

SRH vs RR, IPL 2025 Match Highlights: পার্থক্য গড়ে দিল ট্রেভিস হেড ও ঈশান কিশান, রাজস্থানকে হারিয়ে অভিযান শুরু হায়দরাবাদের

Last Updated:

IPL 2025 SRH vs RR Full Match Highlights: ঈশান কিশান ও ট্রেভিস হেডের মারকাটারি ব্যাটিংই ফারাক গড়ে দিল ম্যাচের। সুপার সানডের প্রথম ম্যাচে হাইস্কোরিং ম্যাচে রাজস্থানকে রানে হারিয়ে জয় দিয়ে মরশুম শুরু করল গতবারে রানার্স সানরাইজার্স হায়দরাবাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঈশান কিশান ও ট্রেভিস হেডের মারকাটারি ব্যাটিংই ফারাক গড়ে দিল ম্যাচের। সুপার সানডের প্রথম ম্যাচে হাইস্কোরিং ম্যাচে রাজস্থানকে রানে হারিয়ে জয় দিয়ে মরশুম শুরু করল গতবারে রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৮৬ রান করে হায়দরাবাদ। সেঞ্চুরি করেন ঈশান কিশান ও ৬৬ রানে ঝোড়ো ইনিংস খেলেন ট্রেভিস হেড। কিন্তু রাজস্থানের হয়ে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল লড়াকু অর্ধশতরানের ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। ৬ উইকেটে ২৪১ রানে থামে রাজস্থান।
News18
News18
advertisement

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। আর সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যায়। ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন সানরাইজার্সের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। অভিষেক ১১ বলে ২৪ রান করে ফিরলেও মারকাটারি ব্যাটিং জারি রাখেন হেড। তাঁকে সঙ্গ দিতে নেমে ঈশান কিশানও তাণ্ডব চালান। ট্রেভিস হেড ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন।

advertisement

অপরদিকে, এই ম্যাচ ঈশান কিশানের কাছে নিজেকে প্রমাণ করার লড়াই। শুরু থেকেই রাজস্থান বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করেন তিনি। ৪৫ বলে সেঞ্চুরি করেন বাঁ হাতি তরুণ ব্যাটার। ষ পর্যন্ত ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন ঈশান কিশান। ১১টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এছাড়া ৩১ বলে ৬৭ করেন ট্রেভিস হেড। নীতিশ রেড্ডি ১৫ বলে ৩০, হেনরিক ক্লাসেন ১৪ বলে ৩৪ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের পাহাড় প্রমাণ স্কোর করে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

advertisement

রান তাড়া করতে নেমে শুরুটাই ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। ২৪ রানের মধ্যেই দলের দুই তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ আউট হয়ে যান। রান পাননি নীতিশ রানাও। রাজস্থানের হয়ে ইনিংসের রাশ ধরেন সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। ঝোড়ো ব্যাটিং করেন দুজনেই। তাদের ব্যাটিংয়ে কিছুটা হলেও আশা জেগেছিল রাজস্থান ফ্যানেদের। ১১১ রানের পার্টনারশিপ করেন সঞ্জু ও জুরেল।

advertisement

আরও পড়ুনঃ যে দল নায়ক বানাল তাদেরই হুঙ্কার! কেকেআরকে এমন কথা বললেন সল্ট, যা আগে কেউ বলেনি

কিন্তু দলের ১৬১ রানে পরপর দুজনই আউট হন। ৩৭ বলে ৬৬ রান করেন সঞ্জু স্যামসন ও ৩৫ বলে ৭০ রান করেন ধ্রুব জুরেল। কিন্তু দুই তরুণের লড়াকু ব্যাটিং শেষ পর্যন্ত কাজে আসেনি। এরপর শেষের দিকে শিমরন হেটমায়ার ও শুভম দুবে মারকাটারি ব্যাটিং করলেও দলের জয় এনে দিতে পারেননি। ২৩ বলে ৪৩ রান করে আউট হন হেটমায়ার ও ১১ বলে ৩৪ করে অপরাজিত থাকেন শুভম দুবে। ৪৪ রানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Click here for আইপিএল ২০২৫ সময় সূচি(IPL 2025 Match Schedule)|IPL 2025 (আইপিএল ২০২৫) News | আইপিএল পয়েন্ট টেবিল ২০২৫ (IPL 2025 Point Table) |আইপিএল ২০২৫ অরেঞ্জ ক্যাপ( IPL 2025 Orange Cap) | আইপিএল ২০২৫ পার্পল ক্যাপ (IPL 2025 Purple Cap)

বাংলা খবর/ খবর/খেলা/
SRH vs RR, IPL 2025 Match Highlights: পার্থক্য গড়ে দিল ট্রেভিস হেড ও ঈশান কিশান, রাজস্থানকে হারিয়ে অভিযান শুরু হায়দরাবাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল