আইপিএল ২০২৫ ম্যাচ সূচি: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরশুম ঘিরে ক্রিকেটপ্রেমিদের মধ্যে চড়ছে উন্মাদনার পারদ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ভারতের 'কোটিপতি লিগ'। এবার আইপিএলের পুরো সূচি ঘোষণা করা হয়নি। ২২ মার্চ থেকে শুরু করে ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ আইপিএলের উদ্বোধনের দিন প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ এপ্রিল পর্যন্ত ২১টি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলের সময়তেই রয়েছে লোকসভা নির্বাচন। সেই কারণেই পুরো সূচি প্রথমে ঘোষণা করা হয়নি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পরবর্তী সূচি ঘোষণা করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। আপাতত যা খবর, ২৬ মে হতে পারে আইপিএল ২০২৫-এর ফাইনাল। পরবর্তী সূচি কবে ঘোষণা করা হয় সেদিকেই নজর থাকবে সকলের।