তবে প্লেঅফে নামার আগে দুই দলেরই চোট সমস্যা রয়েছে। চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে পারনেননি পঞ্জাব কিংসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে ঘরের মাঠে প্লেঅফ খেলার সুযোগ পাওয়ায় কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে শ্রেয়স আইয়ারের দল। একইসঙ্গে ব্যক্তিগত তারকার নির্ভরতা ছেড়ে যেভাবে গোটা মরশুম টিম গেম খেলেছে পঞ্জাব তা এবার প্রীতি জিন্টার দলের প্রধান শক্তি।
advertisement
অপরদিকে,চোটের কারণে বাইরে রয়েছেন আরসিবির জস হ্যাজেলউড ও টিম ডেভিড। তবে ম্যাচের আগের দিন চাহালকে অনুশীলন করতে দেখা গিয়েছে। জস হ্যাজেলউডের খেলার সম্ভাবনা রয়েছে। তবে টিম ডেভিডের চোট নিয়ে এখনও কোনও আপডেট নেই। তার পরিবর্তে লিয়াম লিভিংস্টোন খেললেও তার অফফর্ম চিন্তায় রাখবে আরসিবিকে। টিম ডেভিড ও হ্যাজেলউড একসঙ্গে ফিরলে আরও শক্তিশালী হবে আরসিবি।
আরও পড়ুনঃ RCB vs PBKS: প্লেঅফে নামার আগেই এমন রেকর্ড গড়ল আরসিবি, যা আইপিএল ইতিহাসে কোনও দলের নেই
এক ঝলকে দেখে নিন পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, জশ ইংলিশ, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, কাইল জেমিসন, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
এক ঝলকে দেখে নিন আরসিবির সম্ভাব্য দ্বাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টোন/টিম ডেভিড/নুয়ান তুষারা, রোমারিও শেপার্ড, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, সূয়াশ শর্মা