বৃহস্পতিবার চেন্নাইয়ে ফ্লেমিং সংবাদমাধ্যমের কর্মীদের কাছে জানান যে, আমাদের একজন আনক্যাপড প্লেয়ার রয়েছেন, যিনি আইপিএল-এর বাকি সময়টায় অধিনায়কের দায়িত্ব নেবেন। ফ্লেমিং আরও জানান যে, গুয়াহাটিতে গত ৩০ মার্চ সিএসকে এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরার শর্ট বলে আঘাত পেয়েছিলেন গাইকোয়াড়। ফ্লেমিংয়ের কথায়, গুয়াহাটিতে চোট পেয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আমরা এক্স-রে করিয়েছি। যেখান থেকে সেভাবে কিছু বোঝা যায়নি। এরপর এমআরআই করা হয়। যেখান থেকে স্পষ্ট হয়ে যায় যে, ঋতুরাজের হাতের কনুইয়ের রেডিয়াল নেকে ফ্র্যাকচার হয়েছে।
advertisement
এত তীব্র যন্ত্রণা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের ম্যাচটি খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু ফোলা না কমার জেরেই সিএসকে মেডিক্যাল টিম এমআরআই করিয়েছিল। হেড কোচ আরও বলেন যে, তাই আমরা হতাশ হয়েছিল। আর তাঁর যন্ত্রণাটা অনুভব করতে পারছিলাম। খেলার জন্য উনি যেভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন, আমরা তার প্রশংসা করি। কিন্তু এখন তাঁকে টুর্নামেন্টের বাইরে চলে যেতে হবে।
Ayush Mhatre
ফ্লেমিং আরও বলেন যে, ঋতুরাজ গায়কোয়াড় অবশ্য খেলা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর জায়গায় অন্য কাউকে আনার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আর গায়কোয়াড়ের অনুপস্থিতিতে একজন সাবস্টিটিউট প্লেয়ারকে আনতে হত চেন্নাই টিমকে। এদিকে সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, গায়কোয়াড়ের সাবস্টিটিউট হয়ে আসতে পারেন মুম্বইয়ের কিশোর ব্যাটার আয়ুষ মাত্রে।
গত সপ্তাহেই সাপোর্ট প্লেয়ার হিসেবে সিএসকে-র শিবিরে যোগ দিয়েছেন মাত্র ১৭ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। ফলে আগামী দিনে তাঁকে রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, আয়ুষ মাত্রে এখনও পর্যন্ত মুম্বইয়ের হয়ে ৯টি ফার্স্ট-ক্লাস এবং ৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। নিজের ব্যাটিং দক্ষতার জোরে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। গায়কোয়াড়ের মতোই মাত্রেও টপ অর্ডারে ব্যাট করেন। ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছে লিস্ট-এ ক্রিকেটে সবথেকে কম বয়সী ক্রিকেটার, যিনি ১৫০-এরও বেশি রান করেছেন।