TRENDING:

IPL 2025: পৃথ্বী শ নন, বরং ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সিএসকে-তে জায়গা পেতে পারেন মাত্র ১৭ বছর বয়সী মুম্বইয়ের এই ব্যাটসম্যান; জেনে নিন তাঁর পরিচয়

Last Updated:

Ruturaj Gaikwad's Injury Replacement: সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানান যে, আইপিএল-এর চলতি মরশুমের বাকি ম্যাচগুলি আর চোটের কারণে খেলতে পারবেন না ঋতুরাজ। আসলে তাঁর কনুইয়ে ফ্র্যাকচার হয়েছে। তাঁর অনুপস্থিতিতে সিএসকে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করবেন ধোনি। আর চেন্নাইয়ের এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব গ্রহণ করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: গত বৃহস্পতিবার অর্থাৎ ১০ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চলতি মরশুম থেকে ছিটকে গিয়েছেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। আসলে মহারাষ্ট্রের এই ২৮ বছর বয়সী ডান-হাতি ব্যাটার আইপিএল ২০২৪-র শুরুর সময় এমএস ধোনির উত্তরসূরি বিসেবে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানান যে, আইপিএল-এর চলতি মরশুমের বাকি ম্যাচগুলি আর চোটের কারণে খেলতে পারবেন না ঋতুরাজ। আসলে তাঁর কনুইয়ে ফ্র্যাকচার হয়েছে। তাঁর অনুপস্থিতিতে সিএসকে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করবেন ধোনি। আর চেন্নাইয়ের এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব গ্রহণ করবেন।
ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সিএসকে-তে জায়গা পেতে পারেন মাত্র ১৭ বছর বয়সী মুম্বইয়ের এই ব্যাটসম্যান (Photo: IPL)
ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সিএসকে-তে জায়গা পেতে পারেন মাত্র ১৭ বছর বয়সী মুম্বইয়ের এই ব্যাটসম্যান (Photo: IPL)
advertisement

আরও পড়ুন– কাজের বিনিময়ে ‘কুপ্রস্তাব’ দিয়ে গভীর রাতে ফোন করতেন পরিচালকরা ! ১৫০ অডিশন দিয়েও হয়েছিলেন রিজেক্ট, বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী

বৃহস্পতিবার চেন্নাইয়ে ফ্লেমিং সংবাদমাধ্যমের কর্মীদের কাছে জানান যে, আমাদের একজন আনক্যাপড প্লেয়ার রয়েছেন, যিনি আইপিএল-এর বাকি সময়টায় অধিনায়কের দায়িত্ব নেবেন। ফ্লেমিং আরও জানান যে, গুয়াহাটিতে গত ৩০ মার্চ সিএসকে এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরার শর্ট বলে আঘাত পেয়েছিলেন গাইকোয়াড়। ফ্লেমিংয়ের কথায়, গুয়াহাটিতে চোট পেয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আমরা এক্স-রে করিয়েছি। যেখান থেকে সেভাবে কিছু বোঝা যায়নি। এরপর এমআরআই করা হয়। যেখান থেকে স্পষ্ট হয়ে যায় যে, ঋতুরাজের হাতের কনুইয়ের রেডিয়াল নেকে ফ্র্যাকচার হয়েছে।

advertisement

আরও পড়ুন– সুহানা কিংবা অনন্যা নন…সমস্ত স্টার-কিডকে পিছনে ফেলে দেবে এই কন্যা, বলিউডের এক সুপারস্টারের নাতনিটি সুন্দরী নায়িকাদের থেকে কোনও অংশে কম নন

এত তীব্র যন্ত্রণা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের ম্যাচটি খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু ফোলা না কমার জেরেই সিএসকে মেডিক্যাল টিম এমআরআই করিয়েছিল। হেড কোচ আরও বলেন যে, তাই আমরা হতাশ হয়েছিল। আর তাঁর যন্ত্রণাটা অনুভব করতে পারছিলাম। খেলার জন্য উনি যেভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন, আমরা তার প্রশংসা করি। কিন্তু এখন তাঁকে টুর্নামেন্টের বাইরে চলে যেতে হবে।

advertisement

Ayush Mhatre

ফ্লেমিং আরও বলেন যে, ঋতুরাজ গায়কোয়াড় অবশ্য খেলা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর জায়গায় অন্য কাউকে আনার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আর গায়কোয়াড়ের অনুপস্থিতিতে একজন সাবস্টিটিউট প্লেয়ারকে আনতে হত চেন্নাই টিমকে। এদিকে সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, গায়কোয়াড়ের সাবস্টিটিউট হয়ে আসতে পারেন মুম্বইয়ের কিশোর ব্যাটার আয়ুষ মাত্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত সপ্তাহেই সাপোর্ট প্লেয়ার হিসেবে সিএসকে-র শিবিরে যোগ দিয়েছেন মাত্র ১৭ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। ফলে আগামী দিনে তাঁকে রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, আয়ুষ মাত্রে এখনও পর্যন্ত মুম্বইয়ের হয়ে ৯টি ফার্স্ট-ক্লাস এবং ৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। নিজের ব্যাটিং দক্ষতার জোরে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। গায়কোয়াড়ের মতোই মাত্রেও টপ অর্ডারে ব্যাট করেন। ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছে লিস্ট-এ ক্রিকেটে সবথেকে কম বয়সী ক্রিকেটার, যিনি ১৫০-এরও বেশি রান করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025: পৃথ্বী শ নন, বরং ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সিএসকে-তে জায়গা পেতে পারেন মাত্র ১৭ বছর বয়সী মুম্বইয়ের এই ব্যাটসম্যান; জেনে নিন তাঁর পরিচয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল