সুহানা কিংবা অনন্যা নন...সমস্ত স্টার-কিডকে পিছনে ফেলে দেবে এই কন্যা, বলিউডের এক সুপারস্টারের নাতনিটি সুন্দরী নায়িকাদের থেকে কোনও অংশে কম নন

Last Updated:
কে এই নাওমিকা। তিনি আসলে সুপারস্টার রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার নাতনি। সম্প্রতি ম্যাডক ফিল্মের পার্টিতে দিদা ডিম্পলের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। আর সেখানে নাওমিকাকে দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে ভক্তদের।
1/7
বর্তমানে এমন অনেক স্টার-কিড রয়েছে, যাঁরা বি-টাউনে নিজেদের ভাগ্য অন্বেষণ করছেন। এর মধ্যে সারা আলি খান, অনন্যা পাণ্ডে এবং জাহ্নবী কাপুর ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। আপাতত নায়িকা হওয়ার দৌড়ে শামিল তাঁরা। এদিকে সুহানা খান, শানায়া কাপুর, খুশি কাপুর এবং অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়াও নিজেদের যাত্রা শুরু করেছেন অথবা বলিউডে পা রাখার জন্য তৈরি হচ্ছেন। কিন্তু এমন একজন রয়েছেন, যাঁর ডেবিউয়ের জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরাও।
বর্তমানে এমন অনেক স্টার-কিড রয়েছে, যাঁরা বি-টাউনে নিজেদের ভাগ্য অন্বেষণ করছেন। এর মধ্যে সারা আলি খান, অনন্যা পাণ্ডে এবং জাহ্নবী কাপুর ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। আপাতত নায়িকা হওয়ার দৌড়ে শামিল তাঁরা। এদিকে সুহানা খান, শানায়া কাপুর, খুশি কাপুর এবং অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়াও নিজেদের যাত্রা শুরু করেছেন অথবা বলিউডে পা রাখার জন্য তৈরি হচ্ছেন। কিন্তু এমন একজন রয়েছেন, যাঁর ডেবিউয়ের জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরাও।
advertisement
2/7
সুপারস্টার পরিবারেরই সন্তান এই কন্যে। যদিও ফিল্মে আদৌ কেরিয়ার গড়বেন কি না, সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি তিনি। তবে তাঁর অভিব্যক্তি থেকে এটুকু স্পষ্ট যে, নিজের পরিবারের সকলের মতো তিনিও রুপোলি দুনিয়ায় কেরিয়ার গড়বেন। এখানে কথা হচ্ছে, নাওমিকা সরনের বিষয়ে।
সুপারস্টার পরিবারেরই সন্তান এই কন্যে। যদিও ফিল্মে আদৌ কেরিয়ার গড়বেন কি না, সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি তিনি। তবে তাঁর অভিব্যক্তি থেকে এটুকু স্পষ্ট যে, নিজের পরিবারের সকলের মতো তিনিও রুপোলি দুনিয়ায় কেরিয়ার গড়বেন। এখানে কথা হচ্ছে, নাওমিকা সরনের বিষয়ে।
advertisement
3/7
কিন্তু কে এই নাওমিকা। তিনি আসলে সুপারস্টার রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার নাতনি। সম্প্রতি ম্যাডক ফিল্মের পার্টিতে দিদা ডিম্পলের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। আর সেখানে নাওমিকাকে দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে ভক্তদের। এই পার্টির পর শুধুমাত্র তাঁকে নিয়েই চর্চা হচ্ছে। তাঁর সৌন্দর্য, স্টাইল এবং আত্মবিশ্বাস নিয়ে সকলেই কথা বলছেন। এবার আরও ভাল করে জেনে নেওয়া যাক নাওমিকার পরিচয়।
কিন্তু কে এই নাওমিকা। তিনি আসলে সুপারস্টার রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার নাতনি। সম্প্রতি ম্যাডক ফিল্মের পার্টিতে দিদা ডিম্পলের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। আর সেখানে নাওমিকাকে দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে ভক্তদের। এই পার্টির পর শুধুমাত্র তাঁকে নিয়েই চর্চা হচ্ছে। তাঁর সৌন্দর্য, স্টাইল এবং আত্মবিশ্বাস নিয়ে সকলেই কথা বলছেন। এবার আরও ভাল করে জেনে নেওয়া যাক নাওমিকার পরিচয়।
advertisement
4/7
নাওমিকা আসলে রাজেশ-ডিম্পলের ছোট মেয়ে রিঙ্কি খান্নার কন্যা। রিঙ্কি নিজেও বলিউডের বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তাঁর প্রথম ছবি ছিল ‘প্যায়ার মে কভি কভি’। পরে অবশ্য তিনি ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘ঝঙ্কার বিটস’ এবং ‘চামেলি’-র মতো ছবিতে অভিনয় করেছেন। তবে মা-বাবা কিংবা দিদির মতো খ্যাতির শিখরে পৌঁছতে পারেননি রিঙ্কি। একপ্রকার ব্যর্থতার পর ফিল্মি জগৎকে বিদায় জানান তিনি।
নাওমিকা আসলে রাজেশ-ডিম্পলের ছোট মেয়ে রিঙ্কি খান্নার কন্যা। রিঙ্কি নিজেও বলিউডের বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তাঁর প্রথম ছবি ছিল ‘প্যায়ার মে কভি কভি’। পরে অবশ্য তিনি ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘ঝঙ্কার বিটস’ এবং ‘চামেলি’-র মতো ছবিতে অভিনয় করেছেন। তবে মা-বাবা কিংবা দিদির মতো খ্যাতির শিখরে পৌঁছতে পারেননি রিঙ্কি। একপ্রকার ব্যর্থতার পর ফিল্মি জগৎকে বিদায় জানান তিনি।
advertisement
5/7
এরপর ২০০৩ সালে ব্যবসায়ী সমীর সরনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রিঙ্কি খান্না। তার পরের বছর অর্থাৎ ২০০৪ সালেই জন্ম নাওমিকার। তাঁর এক ভাইও রয়েছে। টুইঙ্কল খান্না এবং অক্ষয় কুমার সম্পর্কে আবার নাওমিকার মাসি-মেসো। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় নাওমিকা। রাজেশ-ডিম্পলের এই নাতনিটির বয়স ২১ বছর। ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। প্রত্যেক দিন সুন্দর সুন্দর ছবি ভাগ করে নেন রিঙ্কি-কন্যা। কখনও কখনও মাসতুতো দাদা অর্থাৎ অক্ষয়-পুত্র আরভের সঙ্গেও ছবি শেয়ার করেন নাওমিকা।
এরপর ২০০৩ সালে ব্যবসায়ী সমীর সরনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রিঙ্কি খান্না। তার পরের বছর অর্থাৎ ২০০৪ সালেই জন্ম নাওমিকার। তাঁর এক ভাইও রয়েছে। টুইঙ্কল খান্না এবং অক্ষয় কুমার সম্পর্কে আবার নাওমিকার মাসি-মেসো। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় নাওমিকা। রাজেশ-ডিম্পলের এই নাতনিটির বয়স ২১ বছর। ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। প্রত্যেক দিন সুন্দর সুন্দর ছবি ভাগ করে নেন রিঙ্কি-কন্যা। কখনও কখনও মাসতুতো দাদা অর্থাৎ অক্ষয়-পুত্র আরভের সঙ্গেও ছবি শেয়ার করেন নাওমিকা।
advertisement
6/7
এদিকে সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অফ আর্টসে পড়াশোনা করেছেন নাওমিকা। এর আগে অবশ্য মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেছিলেন। এবার প্রশ্ন হল, কবে বলিউডে পদার্পণ করছেন নাওমিকা। তবে এ বিষয়ে নাওমিকা কিংবা তাঁর পরিবার কোনও জবাব দেননি। তবে মনে করা হচ্ছে যে, ছবির দুনিয়ায় তিনি কেরিয়ার শুরু করতে পারেন।
এদিকে সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অফ আর্টসে পড়াশোনা করেছেন নাওমিকা। এর আগে অবশ্য মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেছিলেন। এবার প্রশ্ন হল, কবে বলিউডে পদার্পণ করছেন নাওমিকা। তবে এ বিষয়ে নাওমিকা কিংবা তাঁর পরিবার কোনও জবাব দেননি। তবে মনে করা হচ্ছে যে, ছবির দুনিয়ায় তিনি কেরিয়ার শুরু করতে পারেন।
advertisement
7/7
এদিকে নাওমিকার বাবা একজন বড় ব্যবসায়ী। এমনকী এ-ও শোনা যায়, আয়ের দিক থেকে অক্ষয় কুমারের তুলনায় কোনও অংশে কম যান না ডিম্পলের ছোট জামাই সমীর সরন। প্রতিবেদন থেকে জানা যায় যে, সমীরের একটি রিয়েল এস্টেট ফার্ম রয়েছে। যার শাখাপ্রশাখা ছড়িয়ে রয়েছে মুম্বই, গোয়া, কলকাতা এবং বেঙ্গালুরুর মতো শহরে। শুধু তা-ই নয়, তাঁর ব্যবসা ডালপালা মেলেছে দেশের বাইরে লন্ডনেও।
এদিকে নাওমিকার বাবা একজন বড় ব্যবসায়ী। এমনকী এ-ও শোনা যায়, আয়ের দিক থেকে অক্ষয় কুমারের তুলনায় কোনও অংশে কম যান না ডিম্পলের ছোট জামাই সমীর সরন। প্রতিবেদন থেকে জানা যায় যে, সমীরের একটি রিয়েল এস্টেট ফার্ম রয়েছে। যার শাখাপ্রশাখা ছড়িয়ে রয়েছে মুম্বই, গোয়া, কলকাতা এবং বেঙ্গালুরুর মতো শহরে। শুধু তা-ই নয়, তাঁর ব্যবসা ডালপালা মেলেছে দেশের বাইরে লন্ডনেও।
advertisement
advertisement
advertisement