আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ । IPL 2024 Points Table
ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং জুটিত দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন ওয়ার্নার। ওপনিং জুটিতে ৯৩ রান যোগ করেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ রান কর আউট হন ওয়ার্নার। ২৭ বল ৪৩ রান কর আউট হন পৃথ্বি শ। এরপর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও অপরদিকে অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋষভ পন্থ। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন। ৩২ বলে ৫১ করে আউট হন তিনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি।
advertisement
আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap
আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap
আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results
রান তাড়া করতে নেমে শুরুটাই ভাল হয়নি সিএসকের। ৭ রানের মধ্যে দলের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে যান। এরপর দলকে টানেন অজিঙ্কে রাহানে ও ড্যারিল মিচেল। ৬৮ রান জুটিতে যোগ করে দলতে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। মিচেল আউট হন ৩৪ রান করে। অন্যদিকে শিবম দুবেকে সঙ্গে নিয়ে নিজের ইনিংস চালিয়ে যান অজিঙ্কে রাহানে। তিনি ৪৫ রানে আউট হতেই ফের চাপে পড়ে যায় সিএসকে।
আরও পড়ুনঃ Knowledge Story: আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত গতির বল কে করেছে? জেনে নিন প্রথম পাঁচে কারা
১০২ রানে পরপর দুটি উইকেট হারায় সিএসকে। রাহানের পর খাতা না খুলেই সাজঘরে ফেরেন সমীর রিজভি। শিবম দুবেও এদিন নিরাশ করেন। ১৮ রান করে আউট হন তিনি। শেষের দিকে রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনি মিলে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তবে ফ্যানেদের প্রাপ্তি ৩৭ রানের ধোনির মারকাটারি ইনিংস। ৪টি চার ও ৩টি ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ করে সিএসকে।