Knowledge Story: আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত গতির বল কে করেছে? জেনে নিন প্রথম পাঁচে কারা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story Who Bowled The Fastest Bowl in History Of IPL: আইপিএলের ইতিহাসে সবথেকে জোড়ে বল কে করেছেন? সেই তথ্য অজানা অনেকের। দেখে নিন প্রথম পাঁচের তালিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এছাডা আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত বলের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে মায়াঙ্ক যাদবের ১৫৫.৮ কিমি বেগের বলটি। ১৫৭.৭ কিমি গতিতে বল করে শীর্ষে শন টেইট, ১৫৭.৩ কিমি বেগে বল করে দ্বিতীয় লকি ফার্গুসন, ১৫৭-তে বল করে তৃতীয় উমরান মালিক, ১৫৬.২ কিমি বেগে বল করে চতুর্থ আনরিখ নকিয়া, পাঁচে মায়াঙ্ক যাদব।