দিল্লি ক্যাপিটালস একটি বিশেষ উপায় খুঁজে বের করল। পন্থ এবার আইপিএলে দলের সঙ্গে নেই। তবে তাঁর ১৭ নম্বর জার্সি ডাগআউটে খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে দিল।
আইপিএল ২০২৩-এর প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারল লখনউ সুপার জায়ান্টসের কাছে। প্রথমে ব্যাট করে লখনউ করল ১৯৩/৬। দিল্লি জবাবে করল মাত্র ১৪৩।
আরও পড়ুন- সুনীল ছেত্রী এত ভাল ক্রিকেট খেলেন! ফুটবল ক্যাপ্টেনের ক্যাচ ধরা দেখলে অবাক হবেন
advertisement
গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ পন্থ। তাঁর জায়গায় এই ম্যাচে উইকেটকিপিংয়ের দায়িত্ব নিয়েছিলেন সরফরাজ খান। অধিনায়কের ভূমিকায় ছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
এদিন দিল্লি ক্যাপিটালস দলের নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থের ১৭ নম্বর লাল রঙের জার্সিটি ডাগআউটে ঝুলিয়ে রাখা হল। তাঁর উপস্থিতি, পাশে থাকার অনুভূতি যেন দলের সঙ্গেই ছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পান্থের জার্সির সেই ছবি। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল একেবারে পন্থের জার্সির ঠিক নীচে বসে থাকতে।
দিল্লি ক্যাপিটালস আইপিএলের চলতি মরসুমে ঋষভ পন্থকে মিস করছে। পান্থ দলের অন্যতম সেরা ব্যাটার। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। পন্থের জায়গায় দিল্লি ক্যাপিটালস তাঁদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তরুণ উইকেটরক্ষক অভিষেক পোরেলকে।
আরও পড়ুন- অরিজিৎ সিংয়ের গানে দুলছে ধোনির শরীর! এই ভিডিও না দেখলে বিরাট মিস
ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে ঋষভ পন্থ লিখেছেন, 'আমি দলের ১৩ নম্বর খেলোয়াড়। এর আগে, আইপিএল শুরুর আগে, দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং বলেছিলেন, আমরা চাই পন্থ যদি ডাগআউটে আমাদের সাথে না থাকে তবে আমরা এমন কিছু করব যাতে ওর অনুপস্থিতি খেলোয়াড়রা অনুভব করে।