হোম /খবর /খেলা /
সুনীল ছেত্রী এত ভাল ক্রিকেট খেলেন! ফুটবল ক্যাপ্টেনের ক্যাচ ধরা দেখলে অবাক হবেন

সুনীল ছেত্রী এত ভাল ক্রিকেট খেলেন! ফুটবল ক্যাপ্টেনের ক্যাচ ধরা দেখলে অবাক হবেন

Sunil Chetri: আইপিএলে হাজির ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। সুনীল ছেত্রী যা ক্যাচ ধরলেন, সবাই হা হয়ে গেল।

  • Share this:

কলকাতা: আইপিএল (IPL 2023) এর ১৬ তম মরসুমের শুরু হয়েছে। শুক্রবার গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস -এর মধ্যে মরসুমের প্রথম ম্যাচটি খেলা হয়েছে। হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোং ৫ উইকেটে জিতেছে।

এদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই মরসুমে তাদের প্রথম ম্যাচ খেলবে ২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। প্রথম ম্য়াচেই কড়া প্রতিপক্ষ। তাই প্রস্তুতিতে খামতি রাখছে না তারা।

এরই মধ্যে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি ক্যাম্পে যোগ দিয়েছিলেন। ট্রেনিং সেশনে অংশ নিয়েছিলেন তিনি। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন- ধোনির পা ছুঁয়ে স্ত্রীকে সোহাগ, আদর! 'প্রেমিক' অরিজিৎ সিংয়ের বিমানবন্দরের ভিডিও

সুনীল ছেত্রী ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য বেঙ্গালুরুতে ছিলেন। সেই সময়ে তিনি আরসিবি-র ট্রেনিং সেশনে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি। ছেত্রী শুক্রবার আরসিবি শিবিরে যোগ দিয়েছিলেন এবং দলের জার্সি পরে ফিল্ডিং অনুশীলনে অংশ নিয়েছিলেন।

ফুটবলার হলেও তিনি যে ক্রিকেটটা ভালই খেলেন সেটা বুঝিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী। ডাইভ দিয়ে বেশ কয়েকটি দুর্দান্ত ক্যাচ ধরেছেন তিনি। সেইসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অনুশীলনের সময় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সমস্ত খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে ক্রিকেট সম্পর্কিত টিপস নিতে দেখা যায় সুনীল ছেত্রীকে।

ছেত্রী এদিন বিরাট কোহলির সঙ্গেও অনেকটা সময় কাটিয়েছেন। দুজনেই একসঙ্গে অনেক মজা করেছেন। অনেকেই জানেন, কোহলি ও সুনীল ভাল বন্ধু। এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বহুবার।

আরসিবি বোল্ড ডায়েরি নিয়ে কথা বলতে গিয়ে ছেত্রী বলেছেন, "আরসিবি আমার প্রিয় দল এবং আমি আরসিবিকে সমর্থন করছি এবারও। বিরাট কোহলির থেকে অনুপ্রেরণা নিচ্ছি।"

আরও পড়ুন- বরুণের কৃপণ বোলিং সত্ত্বেও বড় রান পঞ্জাব কিংসের, প্রবল চাপে কেকেআর

অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স মরসুমের প্রথম ম্যাচ খেলতে বেঙ্গালুরু পৌঁছেছে। দলের খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও জমকালো অভ্যর্থনা জানানো হয়েছে।

Published by:Suman Majumder
First published:

Tags: IPL 2023, RCB, Sunil Chetri