ধোনির পা ছুঁয়ে স্ত্রীকে সোহাগ, আদর! 'প্রেমিক' অরিজিৎ সিংয়ের বিমানবন্দরের ভিডিও ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Arijit Singh: স্ত্রীকে হঠাৎ করেই আদরে ভরালেন অরিজিৎ সিং। কখন যে তিনি কী করেন, বোঝা মুশকিল!
আহমেদাবাদ: একটাই তো মন, সেটাকে আর কতবার জয় করবেন অরিজিৎ সিং!
এই কথাটাই বারবার বলছেন বহু মানুষ। তাঁরা সবাই অরিজিৎ সিং-এর ফ্যান। অরিজিৎ সিংয়ের জীবনদর্শন, অসাধারণ হয়েও সাধারণের মতো থাকা, সবস কিছুই তাঁর ভক্তদের অবাক করে দেয়।
তিনি এখন ইনডাস্ট্রির রাজা। সাফল্যের দিক থেকে এভারেস্টের চূড়ায়। তবে তাঁর পা এক মিনিটের জন্যও মাটি থেকে ওঠে না। তিনি পা মাটিতে রেখেই চলেছেন। অরিজিৎ সিং তাই যেন বারবার শিখিয়ে দিয়ে যান, সাধারণ থেকেও অসাধারণ হওয়া যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- 'গত রাতে কী হয়েছিল', একাধিক ছবি শেয়ার করে জানালেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা
প্রায় পাঁচ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আবার আগের মহিমায় ফিরেছে। করোনা পর্ব কাটিয়ে দেশের মাটিতে আইপিএল আবার আগের মতোই জমজমাট। আর সেই আইপিএলে এবার শুরুতেই অরিজিৎ সিং। তাঁর কনসার্ট দেখে এখনও ঘোরের মধ্যে আছেন বহু মানুষ।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অরিজিৎ সিংয়ের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার বিভিন্ন টুকরো ছবি, ভিডিও। তবে তার মধ্যে সব থেকে বেশি ভাইরাল, অরিজিৎ সিংয়ের ধোনির পা ছোঁয়ার মুহূর্ত। গায়কের এমন কাণ্ড দেখে অনেকেই অবাক।
আরও একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর ফেরার পথে বিমানবন্দরে স্ত্রী কোয়েলকে আদরে ভরালেন অরিজিৎ। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
advertisement
এমনিতে এখন বেশিরভাগ শো-এর সময় অরিজিৎ সিংয়ের সফরসঙ্গী থাকেন স্ত্রী কোয়েল। এর আগেও বহুবার দুজনকে একসঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে। তবে এবারের মুহূর্ত যেন একটু স্পেশাল। বিমানবন্দরে হঠাৎ করেই স্ত্রীকে জড়িয়ে আদরে, সোহাগে ভরালেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 5:21 PM IST