অরিজিৎ সিংয়ের গানে দুলছে ধোনির শরীর! এই ভিডিও না দেখলে বিরাট মিস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ms Dhoni In Ipl 2023: অরিজিৎ সিংয়ের গান শুনে চুপচাপ বসে থাকতে পারলেন না ধোনি! এই ভিডিও না দেখলেই নয়!
আহমেদাবাদ: রঙিন উদযাপনের মধ্যে শুরু হয়েছে আইপিএল ২০২৩। প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস এর ম্যাচ হল। এরই মধ্যে এমন একটি ছবি সামনে এসেছে, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অসাধারণ পারফরম্যান্স করেছেন গায়ক অরিজিৎ সিং। এমনকী ধোনিও তাঁর গান শুনে শরীর না দুলিয়ে থাকতে পারেননি।
আরও পড়ুন- বরুণের কৃপণ বোলিং সত্ত্বেও বড় রান পঞ্জাব কিংসের, প্রবল চাপে কেকেআর
অরিজিতের গানটি শোনার সময় ধোনির শরীর দোলানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি এখানেই শেষ হয়নি। এর পর ধোনি মঞ্চে পৌঁছলে অরিজিৎ সিং তাঁর পা ছুঁয়ে শ্রদ্ধা জানিয়ে সবাইকে অবাক করে দেন।
advertisement
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে 'ও দেবা ও দেবা' গানটি গেয়েছেন অরিজিৎ সিং। মাঠের মাঝখানে একটি কার্টে দাঁড়িয়ে অরিজিত যখন আবেগের সঙ্গে ওই গানটি গাইছিলেন, তখন ধোনি চেন্নাই সুপার কিংসের পোশাক পরে টিম ডাগআউটে প্রস্তুত হয়ে বসেছিলেন। সেই সময় তাঁকে অরিজিতের গানে মগ্ন থাকতে দেখা যায়।
অরিজিতের গান উপভোগ করার সময় ধোনি মাথা নেড়ে অনুভূতি জাহির করছিলেন। গানের তালে তাঁর শরীর আহমেদাবাদের নরেন্দ্র মোদী দোলানোর মুহূর্ত স্টেডিয়ামের বড় পর্দায় লাইভ হয়েছিল, যা দেখে অরিজিৎ সিংও তাঁর ভক্ত হয়ে ওঠেন।
advertisement
😍 #Dhoni grooving to Arijit 🎸, @tamannaahspeaks' moves, @iamRashmika's spice! You know where to relive today's glittering #TATAIPL opening ceremony! ▶️ #IPLonJioCinema pic.twitter.com/adbNaCwqaJ
— JioCinema (@JioCinema) March 31, 2023
advertisement
এর পর ধোনির প্রতি সম্মান দেখানোর পালা ছিল অরিজিত সিংয়ের। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ জানানো হয় চেন্নাই অধিনায়ক ধোনি ও গুজরাটের অধিনায়ক হার্দিককে। ধোনি মঞ্চে এলে অরিজিৎ সিং এগিয়ে গিয়ে তাঁর পা স্পর্শ করার চেষ্টা করেন। তবে ধোনি তাঁকে মাঝপথে থামিয়ে জড়িয়ে ধরেন। এরপর হার্দিক পান্ডিয়া এলে অরিজিত সিং তাঁকেও জড়িয়ে ধরেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 5:44 PM IST