রবিবার আইপিএলের ডু অর ডাই ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে ব্যাট হাতে আইপিএলে লাগাতার দুটি শতরান করেন বিরাট কোহলি। সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারীও হন ভিকে। কিন্তু ফিল্ডিং করার সময় চোট পান তিনি। দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে। তারপর আর ফিল্ডিং করতেও নামেননি বিরাট কোহলি। এর পরই চিন্তা বেড়েছিল ভারতীয় দল ও কোহলি ফ্যানেদের মধ্যে।
advertisement
ম্যাচে ফিল্ডিং করার সময় ১৫ তম ওভারে চোট পান বিরাট কোহলি। গুজরাত টাইটান্সের বিজয় শংকররের ক্যাচ দৌড়ে গিয়ে ড্রাইভ মেরে ধরেন বিরাট কোহলি। অনবদ্য ক্যাচে বিজয় শংকরকে প্যাভেলিয়নে ফেরালেও হাঁটুতে চোট পান বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে মাঠে আরসিবির ফিজিও এসে কোহলির প্রাথমিক চিকিৎসা করেন। তারপর মাঠ ছাড়েন বিরাট কোহলি। তবে কোহলির চোট খুব গুরুতর নয় বলেই জানিয়েছেন আরসিবির কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি বলেছেন, ‘হ্যাঁ, ওর হাঁটুতে সামান্য সমস্যা রয়েছে। তবে আমি মনে করি না ওটা খুব মারাত্মক’। জানা গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে ২-১ দিনের মধ্যেই লন্ডন উড়ে যাবেন কোহলি।
প্রসঙ্গত, গুজরাতের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৭ রান করে আরসিবি। ৬১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে পাল্টা শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে সহজেই জয় পায় গুজরাত টাইটান্স। ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন গিল। গুরাতের জয়ে আরসিবির আইপিএল জয়ের স্বপ্ন এবারও অধরাই থেকে গেল। গ্রুপ থেকেই বিদায় নিতে হল কোহলি, ডুপ্লেসিদের।