শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগের দিন কেকেআর অনুশীলনে দেখা গেল এক অন্য চিত্র। হঠাৎই দেখা যায় অনুশীলনে রহমানউল্লাহ গুরবাজের কাছে কাজ বাবদ ৮ হাজার টাকা চাইছেন ভেঙ্কটেশ আইয়র। সকলের মনে প্রশ্ন জাগে গুরবাজের এমন কোন কাজ করে দিয়েছেন ভেঙ্কটেশ আইয়র যার জন্য পারিশ্রমিক চাইছেন। আসলে অনুশীলনের ফাঁকে রহমানউল্লাহ গুরবাজের ছবি তুলে দিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়র। কিছু ছবিতে গুরবাজ ও নীতিশ রানাও ছিলেন।
advertisement
ফটো সেশনের পর যখন ছবিগুলি গেখেন গুরবাজ তা খুব পছন্দ হয় আফগান তারকার। ভেঙ্কটেশ আইয়রের ফটোগ্রাফি খুবই মনে ধরে গুরবাজের। মন খুলে প্রশংসা করেন তিনি। গুরবাজ বলেন,"তুমি ক্রিকেটার না হলে ভাল ফোটোগ্রাফার হতে পারতে।" এরপরই ছবি তোলা বাবাদ গুরবাজের কাছে ৮ হাজার টাকা দাবি করেন ভেঙ্কটেশ আইয়র। পাল্টা টাকা চান গুরবাজ। আইয়র টাকা দিতে রাজি হলেও জানিয়ে দেন তাহলে তিনি ছনি দেবেন না। এভাবেই মজায় কাটে অনুশীলনের ফাঁকে দুই তারকার।
আরও পড়ুনঃ KKR vs SRH: 'গুপ্তচরের' সাহায্য নিচ্ছে হায়দরাবাদ, জেনে নিয়েছে কেকেআরের শক্তি-দুর্বলতা
আরও পড়ুনঃ KKR vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে বাদ রাসেল! দলে বড় পরিবর্তন? কেকেআরের সম্ভাব্য একাদশে কোন চমক
প্রসঙ্গত, শুক্রবার ইডেনে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স। টানা তিন জয়ের সামনে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে অরেঞ্জ আর্মি বধের মাস্টার প্ল্যান রেডি করে ফেলেছে নাইট শিবির। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, স্পিন অস্ত্র ও আক্রমণাত্মক ব্যাটিংয়েই সানরাইজার্সের বিরুদ্ধে ৩ পয়েন্ট ঘরে তুলতে চাইছে কেকেআর। কিন্তু নীতিশ রানার দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত নিজামের শহরের দল। হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রীড়া প্রেমিরা।