TRENDING:

KKR vs RCB: কেকেআরের প্রথম একাদশে 'মহাচমক'! আরসিবির বিরুদ্ধে সেরা অস্ত্র নামাচ্ছে নাইটরা

Last Updated:

KKR vs RCB: ইডেনে আজ কেকেআর বনাম আরসিবির মহারণ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা ভুলে ইডেনে জয়ে ফিরতে মরিয়া নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে প্রতিপক্ষের নাম আরিসিবি। নিজেদের প্রথম ম্যাচে মুম্বইয়ের মত দলকে দুরমুশ করেছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। টানটান লড়াইয়ের জন্য প্রস্তুত ই়ডেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে আইপিএল ২০২৩২ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ৩ বছরের বেশি সময় পর ঘরের মাঠে আইপিএল ম্যাচ খেলতে নামছে নাইটরা। ফলে ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে প্রেস্টিজ ফাইট জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া নীতিশ রানা ও চন্দ্রাকান্ত পণ্ডিতের দল। অপরদিকে, প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সেকে হেলায় হারানোর পর টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে কলকাতায় এসেছে ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলিরা।
কেকেআর
কেকেআর
advertisement

তবে প্রথম ম্যাচে হারের পর লক্ষ্মীবারে ইডেনে কেকেআরের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে জোর জল্পনা রয়েছে। পঞ্জাব কিংস ম্যাচে দলের ব্যাটিং-বোলিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ফলে আরসিবির বিরুদ্ধে নাইটদের প্রথম একাদশে একাধিক বদল হওয়ার সম্ভাবনা প্রবল। শাকিব আল হাসানের বদলে দলে জেসন রয়ের যোগ, এন জগদীশানকে খেলানোর সম্ভাবনা রয়েছে। অপরদিকে,প্রথম ম্যাচে চোট পেয়ে কেকেআরের বিরুদ্ধে খেলতে পারবেন না রিসি টপলে। ফলে আরসিবি দলেও পরিবর্তন অবশ্যম্ভাবী। এক ঝলকে দেখে নিন ইডেনের মেগা ফাইটে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ।

advertisement

কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: এন জগদীশান (উইকেটকিপার), রহমানউল্লাহ গুরবাজ, নীতিশ রানা (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়র, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।

আরসিবির সম্ভাব্য একাদশ: ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি. গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, আকাশ দীপ, হার্শল প্যাটেল। করণ শর্মা, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ।

advertisement

আরও পড়ুনঃ KKR vs RCB: হটনেসের চূড়ান্ত, আরসিবি তারকাদের স্ত্রী-বান্ধবীদের দেখলে উড়বে রাতের ঘুুম, কাকে ছেড়ে কাকে দেখবেন

আরও পড়ুনঃ KKR: রূপ ও লাস্যের 'ককটেল', নেশায় হবেন বুদ, কেকেআর তারকাদের স্ত্রী ও বান্ধবীরা সত্যিই 'অপ্সরা'

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, ১৪৩৯ দিন পর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ফের আইপিএল ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে কেকেআর ম্যাচ দেখার জন্য উন্মাদনা তুঙ্গে তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের। দীর্ঘ সময় পর ঘরের মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে কিং খানের দলও। তবে দুই দলের ব্যাটি-বোলিং বিভাগের শক্তির বিচার করলে ও প্রথম ম্যাচের পারফরম্যান্স বিচার করলে ইডেনে কিছুটা এগিয়ে থেকেই আরসিবি শুরু করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RCB: কেকেআরের প্রথম একাদশে 'মহাচমক'! আরসিবির বিরুদ্ধে সেরা অস্ত্র নামাচ্ছে নাইটরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল