তবে প্রথম ম্যাচে হারের পর লক্ষ্মীবারে ইডেনে কেকেআরের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে জোর জল্পনা রয়েছে। পঞ্জাব কিংস ম্যাচে দলের ব্যাটিং-বোলিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ফলে আরসিবির বিরুদ্ধে নাইটদের প্রথম একাদশে একাধিক বদল হওয়ার সম্ভাবনা প্রবল। শাকিব আল হাসানের বদলে দলে জেসন রয়ের যোগ, এন জগদীশানকে খেলানোর সম্ভাবনা রয়েছে। অপরদিকে,প্রথম ম্যাচে চোট পেয়ে কেকেআরের বিরুদ্ধে খেলতে পারবেন না রিসি টপলে। ফলে আরসিবি দলেও পরিবর্তন অবশ্যম্ভাবী। এক ঝলকে দেখে নিন ইডেনের মেগা ফাইটে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ।
advertisement
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: এন জগদীশান (উইকেটকিপার), রহমানউল্লাহ গুরবাজ, নীতিশ রানা (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়র, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
আরসিবির সম্ভাব্য একাদশ: ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি. গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, আকাশ দীপ, হার্শল প্যাটেল। করণ শর্মা, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ।
আরও পড়ুনঃ KKR: রূপ ও লাস্যের 'ককটেল', নেশায় হবেন বুদ, কেকেআর তারকাদের স্ত্রী ও বান্ধবীরা সত্যিই 'অপ্সরা'
প্রসঙ্গত, ১৪৩৯ দিন পর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ফের আইপিএল ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে কেকেআর ম্যাচ দেখার জন্য উন্মাদনা তুঙ্গে তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের। দীর্ঘ সময় পর ঘরের মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে কিং খানের দলও। তবে দুই দলের ব্যাটি-বোলিং বিভাগের শক্তির বিচার করলে ও প্রথম ম্যাচের পারফরম্যান্স বিচার করলে ইডেনে কিছুটা এগিয়ে থেকেই আরসিবি শুরু করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।