TRENDING:

CSK IPL Champion: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন, নায়কের মত চোখের জলে ক্রিকেটকে বিদায় সিএসকে তারকার

Last Updated:

Ambati Rayudu: আইপিএল ফাইনালের আগেই অম্বাতি রায়ডু জানিয়ে দিয়েছিলেন এটাই তার ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ। আরও একবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন তিনি সেই কথাও সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের পোস্টে জানিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আইপিএল ফাইনালের আগেই অম্বাতি রায়ডু জানিয়ে দিয়েছিলেন এটাই তার ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ। আরও একবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন তিনি সেই কথাও সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের পোস্টে জানিয়েছিলেন। আত্মবিশ্বাসটা কতটা ছিল তা তখনও অনেকেই বুঝতে পারেননি। আর জীবনের শেষ ম্যাচে মাত্র ৮টা বলে বিধ্বংসী ব্যাটিং করে সিএসকের ট্রফি জয়ে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নিয়ে অবসরকে স্মরণীয় করে রাখলেন রায়ডু। ম্যাচ শেষে ভাসলেন চোখের জলে।
advertisement

রায়ডু যখন ব্যাট করতে নামেন প্রবল চাপের মুখে সিএসকে। শেষের দিকে ওভারে পিছু ১৩ পেরিয়েছে প্রয়োজনীয় রানরেট। সেই সময় ৮ বলে ১৯ রানের ইনিংস খেলেন অম্বাতি রায়ডু। ১৮ তম ওভারে গুজরাতের ডেথ ওভার স্পেশালিস্ট মোহিত শর্মাকে দুটি বিশাল ছক্কা একটি অনবদ্য চার মারেন রায়ডু। সেই ওভারে ফের বিগ হিট করতে গিয়ে আউট হলেও চেন্নাইয়ের জয়ের মোমেন্টাম সেট করে গিয়েছিলেন অম্বাতি রায়ডুই। আর শেষ কাজটা করেন রবীন্দ্র জাদেজা।

advertisement

সিএসকের চ্যাম্পিয়ন হওয়ার পর রায়ডুর চোখের দল বাঁধ মানেনি। সেটাই স্বাভাবিক। আর যে ফেরা হবে না এই ২২ গজে ক্রিকেটার হয়ে। পুরো মাঠ চোখের জলকে সঙ্গী করে কিছু সময় একাই ঘুড়ে বাড়ান সিএসকে বহু যুদ্ধ জয়ের নায়ক। প্রত্যেক সতীর্থ তাঁকে জড়িয়ে ধরেন, আগামির জন্য শুভেচ্ছাও জানান। পুরস্কার বিতরনের সময় রায়ডুর ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক এমএস ধোনিও। চোখের জলে নায়কের মত রায়ডুর এই বিদায় মন ছুঁয়ে যায় সকলের।

advertisement

আরও পড়ুনঃ MS Dhoni: শান্তির-সুখের অবসর নয়, কঠিন চ্যালেঞ্জকেই বেছে নিলেন ‘বুড়ো’ ধোনি, ফ্যানেদের দিলেন উপহার

প্রসঙ্গত,২০১৯ সালে কেরিয়ারের সেরা ফর্মে থাকা সত্ত্বেও ওডিআই বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অম্বাতি রায়ডু। বছর দুয়েক আগে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত বদল করেন রায়ডু। আইপিএল খেলা চালিয়ে গিয়েছেন ডান হাতি মিডল অর্ডার ব্যাটার। নিজের আইপিএল কেরিয়ারে দুটি দলের হয়ে খলেছেন রায়ডু। মুম্বই ইন্ডিয়ান্সের হযে ৩ বার ও সিএসকের হয়ে জুবার ট্রফি জিতেছেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ Ravindra Jadeja: ক্যাপ্টেন হয়ে ফেল! কঠিন সময়ে সেই জাদেজাই আসলে ‘স্যর’, মাঠ ছাড়লেন ধোনির কোলে

নিজের অবসরের পোস্টে সোশ্যাল মিডিয়ায় অম্বাতি রায়ডু লিখেছেন, ‘দু’টি বড় টিম, মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে, দুটিই দারুণ দল। ২০৪টি ম্যাচ, ১৪ সিজন, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। এটা দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের (রবিবার) রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে খেলাটা উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। আর পিছনে তাকাতে চাই না।’

advertisement

নিজের আইপিএল কেরিয়ারে ২০৩টি ম্যাচ খেলেছেন অম্বাতি রায়ডু। ২০১০ সালে আইপিএল অভিষেক হয় তাঁর। ২০১৭ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন। তারপর ২০১৮ থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি। ২০১৮ আইপিএল মরসুম রায়ডুর কেরিয়ারে সেরা। সিএসকের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে করেছিলেন ১৬ ম্যাচে ৬০১ রান। ২০৩টি আইপিএলের ম্যাচে তিনি ৪৩২৯ রান করেছেন। ২২টি অর্ধশতরান এবং একটি শতরান রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়া ভারতের হয়ে৫৫টি এক দিনের ম্যাচে ১৬৯৪ রান করেছেন রায়ডু। তিনটি শতরান এবং ১০টি অর্ধশতরান রয়েছে। অবশেষে অম্বাতি রায়ডু নিজের ক্রিকেট কেরিয়ারের পুরো ইতি টানার সিদ্ধন্তাকে স্বাগত জানিয়েছে তাঁর দল। সতীর্থ থেকে পরিবার সকলেই রায়ডুকে আগামি জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
CSK IPL Champion: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন, নায়কের মত চোখের জলে ক্রিকেটকে বিদায় সিএসকে তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল