TRENDING:

প্রধান লক্ষ্য ঋষভ পন্থের বদলি খোঁজা, আগামি সপ্তাহে ফের কোচের ভূমিকায় সৌরভ

Last Updated:

আগামী সপ্তাহে ১৪ ও ১৫ তারিখ দুই দিনের শিবির করবে দিল্লি ক্যাপিটালস। ‌সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠেই দুদিনের শিবির হবে। তারপর দিল্লিতে গিয়ে চূড়ান্ত শিবির করবে দল। ‌ মূলত দলের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই কলকাতায় শিবির করছে দিল্লি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতায় ফের ঘাঁটি গাড়ছে দিল্লি।‌ ফের একবার শহরের বুকে দাদার দাদাগিরি। ‌আইপিএলের আগে কলকাতায় ফের দুদিনের শিবির করছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল শুরু হতে আর মাত্র সপ্তাহ তিনেক বাকি।‌ ইতিমধ্যেই প্রায় প্রত্যেক দল নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজি শিবির করছে। তবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাতের সঙ্গে দিল্লি ফ্র্যাঞ্চাইজিও সবার আগে অনুশীলন শুরু করে দিয়েছিল। ফেব্রুয়ারি মাসের শুরুতেই কলকাতা দুদিনের শিবির করে দিল্লি। ডিরেক্টর অফ ক্রিকেট হওয়ার পর সৌরভের নেতৃত্বেই কলকাতার শিবির শুরু করে দিল্লি। ফেব্রুয়ারির শেষ ফের ৩ দিনের শিবির করেছিল দিল্লি।
সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
advertisement

এবার আবার কলকাতায় আইপিএলের প্রস্তুতি শিবির করতে চলেছে সৌরভের দল দিল্লি।‌ আগামী সপ্তাহে ১৪ ও ১৫ তারিখ দুই দিনের শিবির করবে দিল্লি ক্যাপিটালস। ‌সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠেই দুদিনের শিবির হবে। তারপর দিল্লিতে গিয়ে চূড়ান্ত শিবির করবে দল। ‌ মূলত দলের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই কলকাতায় শিবির করছে দিল্লি। কলকাতায় দিল্লি দলের আগের দুটি শিবিরে কোচের ভূমিকায় দেখা গিয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ককে। শিবিরে প্রথম থেকে শেষ পর্যন্ত সৌরভ উপস্থিত থেকেছেন। এবারও সৌরভের উপস্থিতির জন্যই কলকাতায় শিবির করছে দিল্লি।‌ ঋষভ পন্থের দুর্ঘটনার পর তাঁর পরিবর্তে ক্রিকেটার এখনও চূড়ান্ত করতে পারিনি‌ দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ‌ফেব্রুয়ারি মাসের দুটি ক্যাম্পে একাধিক ক্রিকেটারকে ডেকেও এখনও চূড়ান্ত করা যায়নি পন্থের পরিবর্ত ক্রিকেটার। বাংলার অভিষেক পোড়েল কিংবা সৌরাষ্ট্রের শেল্ডন জ্যাকশনদের খুব একটা মনে ধরেনি সৌরভের।‌

advertisement

আরও পড়ুনঃ Viral News: ক্রিকেটে ৩টি উইকেট থাকার পিছনে রয়েছে কোন রহস্য, উত্তর অজানা ৯৯ শতাংশ মানুষের

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

আসলে ঋষভ পন্থের পরিবর্ত যাকেই নেওয়া হোক না কেন, তাকে আইপিএলে খেলাবে বলেই মনে করছেন দিল্লি ম্যানেজমেন্ট। তবে পন্থের সম মানের ক্রিকেটার পাওয়া মুশকিল বলে মনে করেন সৌরভ। যদিও কর্নাটকের এক বাঁহাতি লভনীত সিসোডিয়াকে কিছুটা পছন্দ হয়েছে সৌরভের।‌ ১৪, ১৫ তারিখের শিবিরে পন্থের পরিবর্ত ক্রিকেটার চূড়ান্ত করে ফেলতে চান সৌরভ। কলকাতায় শিবির হওয়ার পর ১৯ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শিবির করতে চলেছেন‌ সৌরভরা। সেই শিবিরেই কোচ রিকি পন্টিং উপস্থিত থাকবেন। তবে পন্টিং আসার আগেই আইপিএলের জন্য দলটাকে তৈরি করে ফেলতে চান সৌরভ। যাতে পন্টিংয়ের কাজ করতে আরও সুবিধা হয়। সবমিলিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
প্রধান লক্ষ্য ঋষভ পন্থের বদলি খোঁজা, আগামি সপ্তাহে ফের কোচের ভূমিকায় সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল