ক্রিকেটের সরঞ্জামের কথা বললে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল উইকেট। আধুনিক ক্রিকেটে উইকেটেরও অনেক পরিবর্তন হয়েছে, যা একসময় ছিল না। বর্তমানে উইকেটে সেনসর লাইট, ক্যামেরা, মাইক থাকছে। যাতে আম্পায়রের কাজে অনেক সুবিধা হয়। তবে অনেকেরই প্রশ্ন থাকে ক্রিকেটে পিচের প্রতি প্রান্তে তিনটি করে কেন উইকেট থাকে। অর্থাৎ কেন ৩টি উইকেট ব্যবহার করা হয়।
শোনা যায় ১৬ শতকে ইংল্যান্ডে শুরু হয়েছিল ক্রিকেট খেলা। ১৮৭৭ সালে হয়েছিল প্রথম সরকারি ক্রিকেট ম্যাচ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে একে অন্যান্য দেশে ক্রিকেট খেলতে শুরু করে। ক্রিকেটের নিয়ম-কানুন সংশোধনের জন্য রয়েছে মেরিলিন ক্রিকেট ক্লাব। এমসিসি-ই ৩০০ বছরের বেশি সময় ধরে ক্রিকেটের আইনের রক্ষক।