শাহরুখ এবং আবেশকে কিনতে ফ্র্যাঞ্চাইজিরা যে নিলামের টেবিলে ঝাঁপাবে, তা বলে দেওয়াই যায়। তবে দুজনে নিজেদের বেস প্রাইস রেখেছেন মাত্র ২০ লক্ষ টাকা। এতেই ক্রিকেট মহল বেশ অবাক হয়ে গিয়েছে। আইপিএলে ২০২২ মেগা নিলামের জন্য মোট ৮৯৬ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে পাঁচটা বেস প্রাইসের ক্যাটাগরিতে (২ কোটি, ১.৫ কোটি, ১ কোটি, ৫০ লক্ষ এবং ২০ লক্ষ) ক্রিকেটাররা নাম লিখিয়েছেন।
advertisement
এক বছর আগে আইপিএল ২০২১ নিলামে শাহরুখ খানকে ৫.২৫ কোটি টাকায় কিনেছিল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব। জানা গিয়েছে, পঞ্জাব শাহরুখকে রিটেন করতে চাইলেও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। অন্যদিকে, কয়েক বছর আগে ৭০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পরে নিজের কার্যকারিতা বুঝিয়েছেন আবেশ খান।
২০২১ মরশুমে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন, হর্ষল প্যাটেলের পরেই। হর্ষলের থেকে মাত্র ১ উইকেট কম পেয়েছিলেন আবেশ। ২০১৭-য় আবেশ প্ৰথমবার আবেশ খান যোগ দিয়ে মাত্র ১টি ম্যাচে খেলেন। তবে ২০২১ মরশুমে আবেশ দলে নিয়মিত হয়ে ওঠেন। ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৬ ম্যাচে ২৪ উইকেট দখল করেছেন তিনি। অন্যদিকে, ২০২১ আইপিএলে শাহরুখ ১১ ম্যাচ খেলেছেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে।
১৫৩ রান করেছেন ১৩৪.২১ এবং ২১.৮৫ গড়ে। আইপিএলের পরে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতেও একের পর এক নজরকাড়া পারফরম্যান্স মেলে ধরেছেন। তামিলনাড়ুর হয়ে ধারাবাহিক ছিলেন। দুই খান- আবেশ এবং শাহরুখকে যে সব ফ্র্যাঞ্চাইজি নিতে প্রস্তুত থাকবে, তা বলাই বাহুল্য।
তবে বিশেষজ্ঞদের ধারণা শাহরুখ এবং আবেশ দুজনেই বুঝতে পেরেছেন এবারের নিলামে তাদের দাম অনেক বাড়তে পারে। তাই নিজেদের বেস প্রাইস কমিয়ে রাখা একটা চাল। এমনও হতে পারে কোন নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিতে এক সঙ্গে যোগ দিতে পারেন দুজনেই। হয়তো আগেই কথা বলা আছে। সেরকম নিশ্চয়তা পেয়েই নিজেদের রিটেন করে রাখতে চায়নি তারা। বেস প্রাইসও নামিয়ে দিয়েছে। তবে যেটাই হোক, এই দুই তরুণ ক্রিকেটারদের ওপর নিলামে আলাদা নজর থাকবে বলাই যায়।