তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থকে (Rishabh Pant) দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক বাছা হয়েছিল৷ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিতীয়পর্বে খেলেছিলেন৷ কিন্তু দিল্লি ম্যানেজমেন্ট চোট ফিরিয়ে ফিরে আসা শ্রেয়স আইয়ারকে আর অধিনায়কত্ব ফিরিয়ে দেননি৷ আইপিএল মেগা অকশনের আগে দিল্লি ক্যাপিটাল্স তাঁকে রিটেনও করেনি৷ তবে এবারের মেগা নিলামে তাঁকে ঘিরে উত্তপ্ত হতে পারে নিলাম টেবল৷
advertisement
টাইমস অফ ইন্ডিয়া -র রিপোর্ট অনুযায়ি, ‘‘শ্রেয়স আইয়ারকে কেনার জন্য মেগা অকশনে তিনটি দল বিডিং ওয়ার চলতে পারে৷ এতে পঞ্জাব কিংস (PBKS), কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) শামিল রয়েছে৷
আরও পড়ুন - New Captain: বিরাট কোহলির পর এবার কে, কত তাড়াতাড়ি জানাবে বোর্ড
এই তিন দলের কাছে বর্তমানে কোনও অপশন নেই৷ আর এঁদের শ্রেয়স আইয়ারের দিকে নজর থাকবে৷ ’’ আইয়ার আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্ব করেছেন৷ শুধু তাই নয় তাঁর নেতৃত্বাধীন দিল্লি আইপিএল ফাইনাল অবধি খেলেছে৷ কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের খেতাব জয়ের স্বপ্নে জল ঢেলে দিয়েছিল৷
আরও পড়ুন - Corona Restrictions: বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু, ওদলাবাড়িতে নিয়ম মানাতে রাস্তায় নামলেন এসডিও
৩ টি দলের অধিনায়ক নেই৷
আইপিএল ২০২১ -র (IPL) পর বিরাট কোহলি (Virat Kohli) আরসিবি-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ কেএল রাহুল পঞ্জাব কিংসের থেকে আলাদা হয়েছেন৷ আর কেকেআর চারজন ক্রিকেটারকে রিটেন করেছে৷ তাতে অধিনায়ক ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) নাম ছিল না৷ অর্থাৎ তিনটি হেভিওয়েট দল নিজেদের অধিনায়ক খুঁজবে৷ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) তাই এঁদের সকলেরই পছন্দের হতে পারেন৷
আইয়ারের দিকে আরসিবি (RCB) ছাড়াও আরও অনেকের নজর
কেকেআর (KKR), পঞ্জাব কিংস (PBKS) একই ভাবে শ্রেয়স আইয়ারের মতো নেতৃত্বদানকারী, দক্ষ, তরুণ ক্রিকেটারের জন্য খুবই আগ্রহী৷