TRENDING:

IPL 2022 Mega Auction: KKR চাইছে নিলামের মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক তুলতে, ঝাঁপাবে অন্য দলও

Last Updated:

অন্তত তিনটি দল তাঁকে অধিনায়ক বানানোর লক্ষ্যে আইপিএল মেগা নিলামে (IPL 2022 Mega Auction ) ঝাঁপাবে৷ শ্রেয়স আইয়ার ২০২১-র আগে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ছিলেন৷ গতবার লিগ শুরু হওয়ার আগে কাঁধের চোটের কারণে ৬ মাস খেলার মধ্যে থাকতে পারেননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএল ২০২১  (IPL 2021) -র আগে প্রথম পর্বের সময় কাঁধের চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার  (Shreyas Iyer)৷ এবারের আইপিএল ২০২২ মেগা অকশনে (IPL 2022 Mega Auction ) আইয়ার হতে চলেছেন একাধিক দলের টার্গেট৷ তাঁকে দলে নেওয়ার জন্য কোটি কোটি টাকা লুটোতে চলেছে একাধিক ফ্রাঞ্চাইজি৷ সূত্রের থেকে এমন খবর পাওয়া যাচ্ছে যে অন্তত তিনটি দল তাঁকে অধিনায়ক বানানোর লক্ষ্যে আইপিএল মেগা নিলামে (IPL 2022 Mega Auction ) ঝাঁপাবে৷ শ্রেয়স আইয়ার ২০২১-র আগে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ছিলেন৷ গতবার লিগ শুরু হওয়ার আগে কাঁধের চোটের কারণে ৬ মাস খেলার মধ্যে থাকতে পারেননি৷
RCB, KKR and Punjab Kings may bid for shreyas iyer-Photo Courtesy- Shreyash Iyer-Instagram
RCB, KKR and Punjab Kings may bid for shreyas iyer-Photo Courtesy- Shreyash Iyer-Instagram
advertisement

তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থকে (Rishabh Pant) দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক বাছা হয়েছিল৷ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিতীয়পর্বে খেলেছিলেন৷ কিন্তু দিল্লি ম্যানেজমেন্ট চোট ফিরিয়ে ফিরে আসা শ্রেয়স আইয়ারকে আর অধিনায়কত্ব ফিরিয়ে দেননি৷ আইপিএল মেগা অকশনের আগে দিল্লি ক্যাপিটাল্স তাঁকে রিটেনও করেনি৷ তবে এবারের মেগা নিলামে তাঁকে ঘিরে উত্তপ্ত হতে পারে নিলাম টেবল৷

advertisement

টাইমস অফ ইন্ডিয়া -র রিপোর্ট অনুযায়ি, ‘‘শ্রেয়স আইয়ারকে কেনার জন্য মেগা অকশনে তিনটি দল বিডিং ওয়ার চলতে পারে৷ এতে পঞ্জাব কিংস (PBKS), কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) শামিল রয়েছে৷

আরও পড়ুন - New Captain: বিরাট কোহলির পর এবার কে, কত তাড়াতাড়ি জানাবে বোর্ড

advertisement

এই তিন দলের কাছে বর্তমানে কোনও অপশন নেই৷  আর এঁদের শ্রেয়স আইয়ারের দিকে নজর থাকবে৷ ’’ আইয়ার আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্ব করেছেন৷ শুধু তাই নয় তাঁর নেতৃত্বাধীন দিল্লি আইপিএল ফাইনাল অবধি খেলেছে৷ কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের খেতাব জয়ের স্বপ্নে জল ঢেলে দিয়েছিল৷

আরও পড়ুন - Corona Restrictions: বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু, ওদলাবাড়িতে নিয়ম মানাতে রাস্তায় নামলেন এসডিও

advertisement

৩ টি দলের অধিনায়ক নেই৷

আইপিএল ২০২১ -র (IPL) পর বিরাট কোহলি (Virat Kohli) আরসিবি-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ কেএল রাহুল পঞ্জাব কিংসের থেকে আলাদা হয়েছেন৷ আর কেকেআর চারজন ক্রিকেটারকে রিটেন করেছে৷ তাতে অধিনায়ক ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) নাম ছিল না৷ অর্থাৎ তিনটি হেভিওয়েট দল নিজেদের অধিনায়ক খুঁজবে৷ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) তাই এঁদের সকলেরই পছন্দের হতে পারেন৷

advertisement

আইয়ারের দিকে আরসিবি (RCB) ছাড়াও আরও অনেকের নজর

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কেকেআর (KKR), পঞ্জাব কিংস (PBKS) একই ভাবে শ্রেয়স আইয়ারের মতো নেতৃত্বদানকারী, দক্ষ, তরুণ ক্রিকেটারের জন্য খুবই আগ্রহী৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022 Mega Auction: KKR চাইছে নিলামের মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক তুলতে, ঝাঁপাবে অন্য দলও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল