New Captain: বিরাট কোহলির পর এবার কে, কত তাড়াতাড়ি জানাবে বোর্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
New Captain:বিসিসিআই (BCCI) তাঁর ওয়ার্কলোড কমানোর জন্য কেএল রাহুলকে (KL Rahul) দায়িত্ব কি দেওয়া হতে পারে৷ এই প্রশ্নের উত্তরের মধ্যে এই খবর সামনে এসেছে যে বিসিসিআই রোহিত শর্মাকেই (Rohit Sharma) টেস্ট ফর্ম্যাটেও অধিনায়ক রাখবেন৷ তাঁর নামই নিশ্চিত হয়ে গেছে৷ খুব দ্রুত এই সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে৷
#মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli Resigns) ২ দিন আগে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ তিনি আগেই টি টোয়েন্টি ২০ আর ওয়ানডে -র অধিনায়কত্ব (Virat Kohli Resigns) ছেড়ে দিয়েছিলেন৷ এই অবস্থায় এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর কে অধিনায়ক হবেন? দক্ষিণ আফ্রিকা সফরের জন্য রোহিত শর্মাকে (Rohit Sharma) সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছিল৷ কিন্তু চোটের কারণে তিনি ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় কেএল রাহুলকে (KL Rahul) দায়িত্ব দেওয়া হয়৷ যিনি বিরাট কোহলি চোট পাওয়ায় জোহনেসবার্গ টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন৷ কিন্তু দ্বিতীয় টেস্টে ভারতীয় দল (Indian Cricket Team) ম্যাচ হেরেছিল৷
এখন ভারতীয় ক্রিকেট দলে টেস্ট ফর্ম্যাটে কে অধিনায়কের (New Captain) দায়িত্ব সামলাবেন সেটা লক্ষ টাকার প্রশ্ন৷ রোহিত শর্মাই কি তিনটি ফর্ম্যাটেই এই দায়িত্ব সামলাতে চলেছেন? বিসিসিআই (BCCI) তাঁর ওয়ার্কলোড কমানোর জন্য কেএল রাহুলকে (KL Rahul) দায়িত্ব কি দেওয়া হতে পারে৷ এই প্রশ্নের উত্তরের মধ্যে এই খবর সামনে এসেছে যে বিসিসিআই রোহিত শর্মাকেই (Rohit Sharma) টেস্ট ফর্ম্যাটেও অধিনায়ক রাখবেন৷ তাঁর নামই নিশ্চিত হয়ে গেছে৷ খুব দ্রুত এই সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে৷
advertisement
ইনসাইড স্পোর্টসকে বিসিসিআইয়ের (BCCI) শীর্ষাধিকারী জানিয়েছেন রোহিত শর্মাই (Rohit Sharma) আগামী টেস্ট অধিনায়ক (New Captain) হবেন৷ আর দক্ষিণ আফ্রিকা সিরিজে ১৯ জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজের পর তাঁর নাম সরকারি ভাবে ঘোষণা করা হবে৷
advertisement
আরও পড়ুন - Corona Restrictions: বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু, ওদলাবাড়িতে নিয়ম মানাতে রাস্তায় নামলেন এসডিও
advertisement
রোহিত শর্মা (Rohit Sharma ) হবেন টেস্ট দলের অধিনায়ক (New Captain)
বিসিসিআই আধিকারিক ইনসাইডস্পোর্টসকে জানিয়েছে, ‘‘এতে কোনও সন্দেহ নেই রোহিত শর্মাই ভারতের নতুন টেস্ট অধিনায়ক হবেন৷ রোহিতকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সহ অধিনায়ক বানানো হয়েছিল৷ এখন যখন বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তখন তাঁকেই টেস্ট অধিনায়ক রূপে প্রমোট করা হবে৷ জলদি এর ঘোষণা করে দেওয়া হবে৷’’
advertisement
রোহিত শর্মাকে ফিটনেস নিয়ে কাজ করতে হবে
বিসিসিআই (BCCI) আধিকারিক আগে জানিয়েছেন, ‘‘সিলেক্টররা রোহিতের সঙ্গে তাঁর ওয়ার্কলোড এবং ফিটনেসের বিষয় নিয়ে কথা বলবেন৷ যদি ওঁকে ভারতের টেস্ট অধিনায়ক করা হয় তাহলে তাঁর ওয়ার্কলোড অনেকটাই বেড়ে যাবে৷ কারণ সবে সবে তাঁকে টি টোয়েন্টি এবং ওয়ানডে-তে অধিনায়ক করা হয়েছে৷ এর জন্য নিজেকে প্রচুর স্ফূর্তিতে এবং ফিট থাকতে হবে৷ আমার মনে হয় সিলেক্টররা তাঁর সঙ্গে কথা বলবেন৷ ওঁকে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2022 3:26 PM IST