Corona Restrictions: বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু, ওদলাবাড়িতে নিয়ম মানাতে রাস্তায় নামলেন এসডিও

Last Updated:
শিশুদের জন্য় মাস্ক বাধ্য়তামূলক নয়
শিশুদের জন্য় মাস্ক বাধ্য়তামূলক নয়
#মালবাজার: করোনা বিধিনিষেধ (Corona Restrictions) মানাতে হাটে নামলেন এসডিও ওদলাবাড়িতে আটক ১২। প্রতিদিন করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুও। এরপরও  মানুষ সচেতন হচ্ছে না। করোনার ভয় কে দূরে ঠেলে দিয়ে দিব্যি চলছে হাট বাজার। নেই সামাজিক দূরত্ব (Social Distance),  নেই মাস্ক (Mask)।
মালবাজার (Malbazar) মহকুমার মধ্যে সব থেকে বড় সাপ্তাহিক  হাট হয় ওদলাবাড়িতে (Odlabari)।  প্রচুর দোকানদারেরা যেমন এই হাটে বিভিন্ন জিনিস নিয়ে হাট করতে আসে, তেমনি দুরদুরান্ত থেকে বহু ক্রেতা ভির করে এই হাটে। আর এদিন এই হাটের ছবি দেখলে ভয় পেতে পারে সবাই। কারন বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে নেই মাস্ক (Mask)। গায়ে গা লাগিয়ে চলছে কেনাকাটা। করোনা ভাইরাস (Coronavirus) বলে যে কিছু আছে, তার তোয়াক্কাই করছে না এই হাটে আসা মানুষজন।
advertisement
advertisement
ক্যামেরা দেখতেই কেউ কেউ মাস্ক (Mask) পরলেন, কেউ আবার মুখ লুকাচ্ছেন,  কেউ চাদোর দিয়ে মুখ ঢাকলেন। আবার কেউ বলছেন মাস্ক আনতেই ভুলে গেছি। অনেকের মাস্ক আমার মুখের নিচে ঝুলছে। কেউ বলছেন করোনা হবে না, এরকমই ছবি সাপ্তাহিক হাটে দেখা গেল।
advertisement
এইরকম পরিবেশে হাটে নামলেন মাল মহকুমা শাসক পীয়ূষ ভাগনরাও সালুংখে, মাল থানার আইসি সুজিত লামা সহ পুলিশবাহিনী। এদিন ওদলাবাড়ির (Odlabari) সাপ্তাহিক হাটের বিভিন্ন স্থানে রেইট করলেন। সবজি বাজার, কাপড়ের বাজার, মাংস বাজার সহ হাটে অভিযান চালিয়ে বিকাল পর্যন্ত বেশ কিছু মানুষজনকে মাক্স দিলেন। আটক করলেন ১২ জনকে।
advertisement
মহকুমাশাসক বলেন, ওদলাবাড়ি (Odlabari) এলাকায় করোনা সংক্রামণ বাড়ছে। অথচ অনেকেই বিধিনিষেধ মানছে না। তাই এই অভিযান করা হয়েছে। আগামী দিনে এরকম অভিযান চলবে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Corona Restrictions: বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু, ওদলাবাড়িতে নিয়ম মানাতে রাস্তায় নামলেন এসডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement