Home /News /sports /
Sachin Tendulkar On Virat Kohli: বিরাট নিজের ১০০% দেয়, বিরাটের ইস্তফায় সচিনের ট্যুইট

Sachin Tendulkar On Virat Kohli: বিরাট নিজের ১০০% দেয়, বিরাটের ইস্তফায় সচিনের ট্যুইট

Sachin Tendulkar on Virat Kohli- Photo- AFP

Sachin Tendulkar on Virat Kohli- Photo- AFP

বিরাটের এই অধিনায়ক পদ থেকে ইস্তফার (Virat Kohli Resigns) ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য করছেন৷ সচিন তেন্ডুলকরও নিজের ট্যুইটার হ্যান্ডেল মন্তব্য করেছেন৷

 • Share this:

  #মুম্বই: বিরাট কোহলির হঠাৎ ইস্তফা ঘিরে গোটা ক্রিকেট দুনিয়ায় আলোড়ন৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের একদিন পরে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন কোহলি৷ এখন তিনি শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলবেন৷ বিরাট কোহলির অধিনায়ক থেকে পদত্যাগের পর পুরো ক্রিকেট দুনিয়া বাকরুদ্ধ৷ একের পর ক্রিকেটার সকলেই বিরাটের এই অধিনায়ক পদ থেকে ইস্তফার (Virat Kohli Resigns) ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য করছেন৷ সচিন তেন্ডুলকরও নিজের ট্যুইটার হ্যান্ডেল মন্তব্য করেছেন৷

  নিজের ট্যুইটার হ্যান্ডেলে (Sachin Tendulkar on Virat Kohli) তিনি লিখেছেন, ‘‘Congratulations on a successful stint as a captain, @imVkohli You always gave 100% for the team and you always will. Wishing you all the very best for the future.’’- অর্থাৎ ‘‘অধিনায়ক হিসেবে সফল পর্বের জন্য অভিনন্দন৷ বিরাট কোহলি তুমি দলের জন্য সব সময় ১০০ শতাংশ দিয়েছ, তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা৷’’

  বিরাট ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রায় এক মাস পর বিরাট (Virat Kohli) প্রসঙ্গে মন্তব্য করলেন বোর্ড প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে নাম না করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে একপ্রকার মিথ্যেবাদী বলেছিলেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পর সৌরভ সহ ভারতীয় বোর্ড কর্তারা বিরাটকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করেন। সংবাদমাধ্যমে সৌরভ সে কথা জানান। বিরাট স্পষ্ট করে দেন বোর্ডের তরফ থেকে টি-টোয়েন্টিতে অধিনায়ক চালিয়ে যাওয়ার জন্য কোন অনুরোধ আসেনি (Sourav Ganguly on Virat Kohli)।

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Sachin Tendulkar, Virat Kohli

  পরবর্তী খবর