#মুম্বই: বিরাট কোহলির হঠাৎ ইস্তফা ঘিরে গোটা ক্রিকেট দুনিয়ায় আলোড়ন৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের একদিন পরে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন কোহলি৷ এখন তিনি শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলবেন৷ বিরাট কোহলির অধিনায়ক থেকে পদত্যাগের পর পুরো ক্রিকেট দুনিয়া বাকরুদ্ধ৷ একের পর ক্রিকেটার সকলেই বিরাটের এই অধিনায়ক পদ থেকে ইস্তফার (Virat Kohli Resigns) ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য করছেন৷ সচিন তেন্ডুলকরও নিজের ট্যুইটার হ্যান্ডেল মন্তব্য করেছেন৷
নিজের ট্যুইটার হ্যান্ডেলে (Sachin Tendulkar on Virat Kohli) তিনি লিখেছেন, ‘‘Congratulations on a successful stint as a captain, @imVkohli You always gave 100% for the team and you always will. Wishing you all the very best for the future.’’- অর্থাৎ ‘‘অধিনায়ক হিসেবে সফল পর্বের জন্য অভিনন্দন৷ বিরাট কোহলি তুমি দলের জন্য সব সময় ১০০ শতাংশ দিয়েছ, তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা৷’’
Congratulations on a successful stint as a captain, @imVkohli.
You always gave 100% for the team and you always will. Wishing you all the very best for the future. pic.twitter.com/CqOWtx2mQ7 — Sachin Tendulkar (@sachin_rt) January 15, 2022
বিরাট ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রায় এক মাস পর বিরাট (Virat Kohli) প্রসঙ্গে মন্তব্য করলেন বোর্ড প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে নাম না করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে একপ্রকার মিথ্যেবাদী বলেছিলেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পর সৌরভ সহ ভারতীয় বোর্ড কর্তারা বিরাটকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করেন। সংবাদমাধ্যমে সৌরভ সে কথা জানান। বিরাট স্পষ্ট করে দেন বোর্ডের তরফ থেকে টি-টোয়েন্টিতে অধিনায়ক চালিয়ে যাওয়ার জন্য কোন অনুরোধ আসেনি (Sourav Ganguly on Virat Kohli)।
Under Virats leadership Indian cricket has made rapid strides in all formats of the game ..his decision is a personal one and bcci respects it immensely ..he will be an important member to take this team to newer heights in the future.A great player.well done ..@BCCI @imVkohli
— Sourav Ganguly (@SGanguly99) January 15, 2022
শনিবার আচমকাই টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা করেন কোহলি। তবে যাঁর হাত থেকে ব্যাটন তাঁর কাছে এসেছিল সেই এম এস ধোনির প্রতি কৃতজ্ঞতা জাহির করতে ভুললেন না বিরাট। নেতৃত্ব ছেড়ে ধোনির প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।
বিরাট কোহলিকে নিয়ে পোস্ট করলেন স্যার ভিভিয়ান রিচার্ডস। ক্যারিবিয়ান কিংবদন্তি লিখেছেন, বিরাট তোমায় শুভেচ্ছা যেভাবে অধিনায়কত্ব সামলেছ।
তুমি যা অর্জন করেছ তার জন্য গর্বিত হতে পার। আমি নিশ্চিত তোমার নাম বিশ্ব ক্রিকেটের সেরা নেতাদের সঙ্গেই থাকবে একই সারিতে। আশা করি ভবিষ্যত আনন্দদায়ক হবে। কোন দ্বিধা নেই বিরাট কোহলির বোলারদের ওপর দাপট দেখানোর ধরন দেখে অনেকেই তাকে স্যার ভিভের সঙ্গে তুলনা করতেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি নিজেও পছন্দ করতেন বিরাটকে। বিশেষ করে বোলারদের বিরুদ্ধে মাথায় চড়তে না দেওয়ার মানসিকতার জন্য কোহলি তার পছন্দের ছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sachin Tendulkar, Virat Kohli