#মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে বড়সড় বদলের আশা করছে৷ চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) দল থেকে বার করে দেওয়ার সম্ভবনা উজ্জ্বল৷ এতে পঞ্জাবের প্রতিভাশালী ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) মিডল অর্ডারকে শক্তিশালী করে তুলবে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ (১-২) হারের পর এই বড়সড় বদগুলির সম্ভবনা উজ্জ্বল৷ এই সিরিজ থেকে বিরাট কোহলি (Virat Kohli Resigns) দলে ক্রিকেটার হিসেবে খেলবেন কারণ তিনি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন৷
ভারত এবার পরের টেস্ট সিরিজ শ্রীলঙ্কার (Ind vs SL) বিরুদ্ধে খেলবে৷ ভারত আয়োজন করবে দুটি টেস্টের সিরিজ৷ ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলা হবে৷ এই টেস্ট ম্যাচে মিডল অর্ডারে ২ টি স্লটে নতুন ক্রিকেটার সুযোগ পেতে পারবেন৷ রোহিত শর্মা (Rohit Sharma) এই টেস্ট সিরিজের আগে ফিট হয়ে যাবেন এমনটা আশা করা যাচ্ছে৷ রোহিত শর্মা এই টেস্ট সিরিজে কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে ওপেন করবেন৷ বিরাট কোহলি হঠাৎ টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় অধিনায়ক হিসেবে কে খেলবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে৷ ফলে এই টেস্ট ম্যাচে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সম্ভবনাও উজ্জ্বল৷
শুভমান গিল বেশিরভাগ ক্ষেত্রেই ওপেনার হিসেবে খেলেন৷ তিনিও চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য থাকবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ নির্বাচন কমিটি তাঁকে মিডল অর্ডারের বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দলে ভাববেন৷ পূজারা ও রাহানে জাতীয় দল থেকে বাইরে যাবে এটাও প্রায় নিশ্চিত৷ তাঁরা তবেই দলে জায়গা পাবেন যদি কোচ রাহুল দ্রাবিড় আরও একবার এই দুই অভিজ্ঞ তারকাকে শেষ সুযোগ যদি দিতে চান৷ তাহলে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে তাদের শেষ সুযোগ হতে পারে৷
আরও পড়ুন - Indian Team New Captain: বিরাটের ইস্তফার পর টেস্ট ক্রিকেটের নতুন অধিনায়ক কবে
প্রাক্তন তারকা ক্রিকেটার ও ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় বলেছিলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে দল থেকে বার করে দেওয়া হবে এবং শ্রেয়স আইয়ার ও হনুমা বিহারী এঁরা খেলবেন৷ তিনি তিন নম্বরে কে খেলবে তা জল্পনা করেন৷ তাঁর ধারণা অনুযায়ী হনুমা বিহারী চেতেশ্বর পূজারার জায়গায় খেলতে পারেন৷ অন্যদিকে শ্রেয়স আইয়ার পাঁচ নম্বরে শ্রেয়স আইয়ারের জায়গায় খেলবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shreyas Iyer, Subhman Gill