TRENDING:

শুভমানের পারফরম্যান্সের সিক্রেট কোন খাবার ? নিজের মুখেই জানালেন মা

Last Updated:

ঘি-মাখন দিয়ে পরটাই কিন্তু সবচেয়ে বেশি খেতে পছন্দ করেন শুভমান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেকেআর দলের অন্যতম গুরুত্বপূ্র্ণ সদস্য এখন শুভমান গিল ৷ দলে নতুন মুখ হলেও প্রথম বছরেই নিজের ব্যাটিংয়ে নজর কেড়েছেন শুভমান ৷ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রতিভা এখন নাইট রাইডার্স দলের নিয়মিত সদস্য ৷ পিঠের চোটের জন্য মাঝের একটা ম্যাচ খেলতে না পারলেও ফের দলে ফিরে এসেছেন তিনি ৷
advertisement

তরুণ নাইট শুভমান খেতে কী পছন্দ করেন, সেটা মাদার্স ডে-র দিন জানালেন স্বয়ং শুভমানের মা কিরথ গিল ৷ ছেলে যখন ইংল্যান্ড সফরে গিয়েছিলেন, তখন মায়ের হাতের খাবার কতটা মিস করেছিলেন ৷ সেটাই জানালেন শুভমানের মা ৷ ইংল্যান্ডে বেশিরভাগ সময়েই আমিষ পদ খেয়ে কাটাতে হয়েছিল শুভমানকে ৷  মায়ের হাতের পরটা গোটা সফরেই মিস করেছিলেন তিনি ৷ ছেলে বাড়ি ফিরতেই তাই স্পেশ্যাল পরটা করে খাইয়েছিলেন মা কিরথ ৷ ক্রিকেটারদের অনেক স্বাস্থ্য সচেতন হতে হলেও  বেশি পরিমাণে ঘি-মাখন দিয়ে পরটাই কিন্তু সবচেয়ে বেশি খেতে পছন্দ করেন শুভমান ৷ দেখে নিন সেই ভিডিও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
শুভমানের পারফরম্যান্সের সিক্রেট কোন খাবার ? নিজের মুখেই জানালেন মা