TRENDING:

‘অনুষ্কা বাউন্সার’ কিভাবে সামলালেন, সরল সমাধান বিরাটের

Last Updated:

অনুষ্কা স্ত্রী হওয়া আগে থেকেই তাঁর সম্মান রক্ষার্থে সকলের সামনে প্রকাশ্যে থেকে লড়াই করেছিলেন বিরাট কোহলি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হাতে হাত রেখে হাজার বছর পথ চলার অঙ্গীকার করেছেন বিরাট কোহলি ৷ অনুষ্কা স্ত্রী হওয়া আগে থেকেই তাঁর সম্মান রক্ষার্থে সকলের সামনে প্রকাশ্যে থেকে লড়াই করেছিলেন বিরাট কোহলি ৷
advertisement

একটা সময় যখন তথাকথিত ভাবে ব্রেক আপ ছিল বিরুষ্কার ,তখন অনুষ্কাকে বিরাটের ক্রিকেটীয় ফর্মের পারফরম্যান্সের জন্য দায়ি করে   সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট হত ৷ সবক্ষেত্রেই বলা হত বিরাট যখনই পারফরম্যান্স করতে পারেননি তার জীবনে অনুষ্কা ছিল বলে পারফর্ম করতে পারেননি ৷ আর অনুষ্কা তাঁর জীবনে না থাকাতেই তিনি ফর্মে ফিরেছেন ৷ এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শ্যেম অর্থাৎ লজ্জা বলে একটা পোস্ট করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন তাঁর পারফরম্যান্স নিয়ে সবসময় অনুষ্কা তাঁকে অনুপ্রাণিত করেন ৷

advertisement

Picture Courtesy : Anushka Sharma/ Instagram Handle

সেরা ভিডিও

আরও দেখুন
২২ হাঁড়ি, ২২ উনুনে জগদ্ধাত্রীর ভোগ! প্রসাদ নিতে ছুটে আসেন ভিন জেলার ভক্তরাও!
আরও দেখুন

এরপর গঙ্গা –ভোলগা দিয়ে অনেক জল গড়িয়েছে, তাঁরা এখন স্বামী-স্ত্রী ৷ তবে এধরণের অনভিপ্রেত আক্রমণ আজও আসে ৷ তাই বিরাটের সহজ উত্তর, ‘‘ব্যক্তিগত জীবনের ওপর সর্বক্ষণ স্ক্রুটিনি কখনও কখনও অস্বস্তিদায়ক ৷ তবে আমি শিখে নিয়েছি কী করে এটা হ্যান্ডেল করতে হয় ৷ সেলিব্রিটিরাও সাধারণ মানুষের মতো –আমি মনে করি তাঁদের মতো আমাদেরও স্পেস প্রয়োজন হয় ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘অনুষ্কা বাউন্সার’ কিভাবে সামলালেন, সরল সমাধান বিরাটের