TRENDING:

গলি কাঁপালেন ক্রিকেট ভগবান, ভাইরাল ভিডিওতে মজে ফ্যানরা

Last Updated:

তিনি আছেন আর ক্রিকেট থাকবে না, মানতেই যেন মন চায় না৷ তিনি সচিন তেন্ডুলকর৷ এই মুহূ্র্তে দেশ জুড়ে আইপিএলের বাজার সরগরম৷ কিন্তু তিনি তো আর আইপিএলটাও খেলেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  তিনি আছেন আর ক্রিকেট থাকবে না, মানতেই যেন মন চায় না৷ তিনি সচিন তেন্ডুলকর৷ এই মুহূ্র্তে দেশ জুড়ে আইপিএলের বাজার সরগরম৷ কিন্তু তিনি তো আর আইপিএলটাও খেলেন না৷
advertisement

তবে তাঁকে কি আর ক্রিকেট ব্যাট হাতে তোলার জন্য কিছুর অপেক্ষা করতে হয়৷ ক্রিকেট ভগবানের ‘গলি ক্রিকেট’ এখন ভাইরাল৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৩ সালে৷ মুম্বই ইন্ডিয়ান্সের আইকন হিসেবে যুক্ত রয়েছেন তেন্ডুলকর৷

৭৮ টি ম্যাচে  মুম্বইয়ের হয়ে তাঁর রান ২,৩৩৪৷ রয়েছে একটি শতরান, ১৩ টি অর্ধশতরান৷ তবে আজ আর তথ্যের কচাকচি নয়৷ একেবারে মজে যান সচিনের গলি ক্রিকেটের ভিডিওতে৷

advertisement

সচিন গাড়ি করে যাওয়ার পথে দেখেন রাস্তার উন্নয়নের কাজে যুক্ত শ্রমিকরা ব্যাট হাতে খেলছেন৷ তাই দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি তিনি৷ নেমে পড়েন ব্যাট হাতে৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এদিকে আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের এ মরশুমের শুরুটা ভালো হয়নি৷ জয়ের সন্ধানে এখনও হন্যে হয়ে ঘুরছে রোহিত শর্মা এন্ড কোং৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
গলি কাঁপালেন ক্রিকেট ভগবান, ভাইরাল ভিডিওতে মজে ফ্যানরা