TRENDING:

আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড বদলাতে মরিয়া নাইটরা

Last Updated:

সামনে বরাবরের গাঁট মুম্বই। যাদের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ডটা ভয়াবহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সামনে বরাবরের গাঁট মুম্বই। যাদের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ডটা ভয়াবহ। রবিবার ওয়াংখেড়েতে নামছে নাইট বাহিনী। ব্যাক ট্যু ব্যাক আবার ইডেনে ম্যাচ বুধবার। ইডেনে চেন্নাই বধের পর চনমনে কার্তিকরা। সেই ফর্ম রোহিতদের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া কলকাতা।
advertisement

ওয়াংখেড়ের পিচ ধীর গতির হওয়ায় আজ সুবিধা পেতে পারেন নারিন, কুলদীপ, চাওলারা। নাইট শিবিরে স্বস্তি দিয়ে ফিট হয়েছেন নীতীশ রাণা। তিনি খেললে কোপ পড়তে পারে রিঙ্কু সিং-য়ের উপর।

শনিবার প্র্যাকটিসের ফাঁকে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে পার্সি জিমখানা মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলেন কেকেআর ক্রিকেটাররা। এদিকে সামনের প্রত্যেকটা ম্যাচই মাস্ট উইন। তাই জয় ছাড়া আর কিছুই ভাবছে না মুম্বই। দেরিতে হলেও ফর্মে ফিরেছেন অধিনায়ক রোহিত।

advertisement

আরও পড়ুন-শিবম মাভির ভবিষ্যৎ উজ্জ্বল: ব্রেট লি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শনিবারের পর দেখা যাচ্ছে, প্রায় প্লে-অফে উঠে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (৯ ম্যাচে ১৪) এবং চেন্নাই সুপার কিংস (১০ ম্যাচে ১৪)। প্লে অফে যাওয়ার জন্য তিন ও চার নম্বর জায়গার জন্য লড়াইয়ে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব , কেকেআর-সহ অন্যান্য দলগুলো ৷ রবিবারের ম্যাচ মুম্বইয়ের কাছে যেমন মাস্ট উইন ৷ তেমনি নাইটদের কাছেও অত্যন্ত গুরুত্বপূ্র্ণ হতে চলেছে ৷ আজ জিতলে প্লে অফে ওঠার রাস্তা অনেকটাই মসৃণ হবে কেকেআরের ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড বদলাতে মরিয়া নাইটরা