ওয়াংখেড়ের পিচ ধীর গতির হওয়ায় আজ সুবিধা পেতে পারেন নারিন, কুলদীপ, চাওলারা। নাইট শিবিরে স্বস্তি দিয়ে ফিট হয়েছেন নীতীশ রাণা। তিনি খেললে কোপ পড়তে পারে রিঙ্কু সিং-য়ের উপর।
শনিবার প্র্যাকটিসের ফাঁকে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে পার্সি জিমখানা মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলেন কেকেআর ক্রিকেটাররা। এদিকে সামনের প্রত্যেকটা ম্যাচই মাস্ট উইন। তাই জয় ছাড়া আর কিছুই ভাবছে না মুম্বই। দেরিতে হলেও ফর্মে ফিরেছেন অধিনায়ক রোহিত।
advertisement
আরও পড়ুন-শিবম মাভির ভবিষ্যৎ উজ্জ্বল: ব্রেট লি
শনিবারের পর দেখা যাচ্ছে, প্রায় প্লে-অফে উঠে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (৯ ম্যাচে ১৪) এবং চেন্নাই সুপার কিংস (১০ ম্যাচে ১৪)। প্লে অফে যাওয়ার জন্য তিন ও চার নম্বর জায়গার জন্য লড়াইয়ে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব , কেকেআর-সহ অন্যান্য দলগুলো ৷ রবিবারের ম্যাচ মুম্বইয়ের কাছে যেমন মাস্ট উইন ৷ তেমনি নাইটদের কাছেও অত্যন্ত গুরুত্বপূ্র্ণ হতে চলেছে ৷ আজ জিতলে প্লে অফে ওঠার রাস্তা অনেকটাই মসৃণ হবে কেকেআরের ৷