আরও পড়ুন--সব কিছু ভুলে যেতে রাজী হাসিন, তার জন্য শামিকে কী শর্ত দিলেন তিনি ?
দেশের এই মুহূর্তে সেরা স্পিনারদের তালিকায় অবশ্যই রবীচন্দ্রন অশ্বিনের নাম থাকবে ৷ আইপিএলে অশ্বিনের দল এতদিন প্রত্যেকে চেন্নাই সুপার কিংসকেই জানতেন ৷ গত দু’বছর সিএসকে-র নির্বাসনের জন্য রাইজিং পুণে সুপারজায়ান্টস দলে খেলেছিলেন তিনি ৷ কিন্তু এবছর শুধু দল বদলই হয়নি ৷ অধিনায়কত্বের গুরুদায়িত্বও এখন অশ্বিনের কাঁধে ৷ আইপিএলে ভাল পারফরম্যান্সের পাশাপাশি ভারতের এরপর ইংল্যান্ড সফরও মাথায় রয়েছে তামিলনাডুর স্পিনারের ৷ এর জন্য গতবছরের পর ফের এবছরও কাউন্টি ক্রিকেটে খেলবেন কী না তিনি, সেবিষয়টা এখনও কিছু ঠিক করেননি অশ্বিন ৷ কিংস ইলেভেনের অধিনায়ক এবিষয়ে জানান, কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনা অবশ্যই তাঁর আছে। তবে সেটা কতটা সম্ভব করে তোলা যাবে, সেটাই দেখার বিষয়।
advertisement