TRENDING:

একটা ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, মানছেন বিরাটরাও

Last Updated:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭৬/৭ ( ২০ ওভার), কলকাতা নাইট রাইডার্স: ১৭৭/৬ (১৮.৫ ওভার )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭৬/৭ ( ২০ ওভার)
advertisement

কলকাতা নাইট রাইডার্স: ১৭৭/৬ (১৮.৫ ওভার )

৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়ী কেকেআর

#কলকাতা: ইডেনে প্রথম ম্যাচেই দুরন্ত জয় কেকেআরের ৷ বলিউড বাদশার সামনেই ফেভারিট বিরাটের আরসিবি-কে মাত ৷ আইপিএল একাদশের অভিযান দারুণভাবেই শুরু হল নাইটদের ৷ সুনিল নারিনের ১৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস ছাড়াও এদিন বল হাতে চমকে দিয়েছেন নীতিশ রানা ৷ রানা-নারিনে ভর করেই রবিবার চার উইকেটে হাসতে হাসতে ম্যাচ জিতেছে কেকেআর ৷ ম্যাচ শেষে মালিক কিং খানকে নিয়ে মাঠেই উৎসবে মাতলেন ক্রিকেটাররা ৷

advertisement

খেলা নাইটদের ডেরা ইডেনে হলেও এদিনের ম্যাচে বিরাটের আরসিবি-কেই জয়ের ব্যাপারে কিছুটা হলেও এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা ৷ মাঠে নেমে অবশ্য তাঁদের ভুলই প্রমাণিত করেছেন কার্তিক অ্যান্ড কোম্পানি ৷ আরসিবি-র হয়ে ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম (২৭ বলে ৪৩) শুরুটা দুর্দান্ত করলেও সেই মোমেন্টাম শেষপর্যন্ত ধরে রাখতে পারেনি বিরাট বাহিনী ৷ তিন নম্বরে নেমে অধিনায়ক বিরাটের ৩৩ বলে ৩১ রানের ইনিংসও দলের রান ওঠার গতিকে অনেকাংশেই কমিয়ে দেয় ৷ যদিও ডেভিলিয়ার্সের ২৩ বলে ৪৪ এবং মণদীপ সিংয়ের ১৮ বলে ৩৭ রানের ইনিংসের সৌজন্যে মোটামুটি ভদ্রস্থ রানই স্কোরবোর্ডে খাঁড়া করে আরসিবি ৷

advertisement

আরও পড়ুন-আইপিএলের প্রথম ম্যাচেই হাউজফুল ইডেন, পাল্লা দিয়ে রাজকীয় জয় কার্তিকের কলকাতার

মোক্ষম সময় বোলার বদল করে প্রথম ম্যাচেই প্রশংসিত হয়েছে কার্তিকের ক্যাপ্টেন্সি ৷ এদিন বিরাটরা যখন কেকেআর-এর বিরুদ্ধে আক্রমণ শানাতে তৈরি হচ্ছে, তখনই দীনেশ কার্তিক বল করতে ডাকেন নীতীশ রানা-কে। দিল্লির এই পার্ট-টাইম অফস্পিনার বল করতে এসেই পর পর দু’বলে প্যাভিলিয়নে ফেরত পাঠান আরসিবি-র দুই প্রথম সারির ব্যাটসম্যান বিরাট কোহলি এবং এবি ডেভিলিয়ার্সকে। আর সেখানেই থমকে যায় আরসিবি-র রান ওঠার গতিও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রথম ম্যাচেই প্রশংসিত কার্তিকের ক্যাপ্টেন্সি। একটা ওভারই যে তাঁদের সমস্যায় ফেলে দেয় সেটা মানছে আরসিবি শিবিরও ৷ ম্যাচ শেষে দলের ব্যাটসম্যান মনদীপ সিং জানান, ‘‘ রানার ওভারে বিরাট এবং ডেভিলিয়ার্স আউট হতেই রানের গতি কমে গিয়েছিল আমাদের। ’’

বাংলা খবর/ খবর/খেলা/
একটা ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, মানছেন বিরাটরাও