শ্যেন ওয়াটসন (সিএসকে) বনাম সানরাইজার্স হায়দরাবাদ- ১১৭ *
আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে দারুণ ইনিংসটা খেললেন অজি প্রাক্তনী তা নিঃসন্দেহে এই আইপিএলের সেরা ইনিংসে-র লড়াইতে এক নম্বর জায়গা দখল করে নেবে ৷ রশিদ খান থেকে শুরু করে সন্দীপ শর্মা সকলের বলেই একইরকম স্বচ্ছন্দ ছিল শ্যেন ওয়াটসন ৷ ১১ টি চার ৮ টি ছয় মেরেছিলেন তিনি ৷
advertisement
আরও পড়ুন -টিম বাসে আনন্দে মাতোয়ারা দল, নাচে-গানে বুঁদ চেন্নাই সুপার কিংস,দেখুন ভিডিও
ঋষভ পন্থ ( ডিডি) বনাম সানরাইজার্স হায়দরাবাদ - ১২৮ *
অধিনায়ক বদল, লিগ টেবলের অষ্টম হওয়া ,পারফরম্যান্স গ্রাফে অদ্ভুত ওঠাপড়ার মধ্যে দিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের এই মরশুমটা গেছে ৷ তবে দারুণ পারফরম্যান্স করেছেন তরুণ ঋষভ পন্থ ৷ এমার্জিং প্লেয়ার ও স্টাইলিশ প্লেয়ার দুটি খেতাবই ঝোলায় পুড়েছেন ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর অপরাজিত ১২৮ রানের ইনিংস অন্যতম সেরা ৷ গোটা টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ৬৮৪ রান ৷
অম্বাতি রায়ডু (সিএসকে ) বনাম সানরাইজার্স হায়দরাবাদ - ১০০ *
চেন্নাই সুপার কিংস এ মরশুমের শুরুতে যখন টুর্নামেন্টে এসেছিল তখন অনেক সমালোচনা শুনেছিল ক্রিকেটারদের বয়স নিয়ে ৷ কিন্তু সেই সমালোচনা ফুঃ দিয়ে উড়িয়ে দিয়েছেন সিএসকে ক্রিকেটাররা ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গ্রুপ পর্বে ১০০ রানের অম্বাতির ইনিংসটি এই আইপিএলের অন্যতম সেরা ইনিংস৷
কে এল রাহুল (কিংস ইলেভেন পঞ্জাব ) বনাম মুম্বই ইন্ডিয়ন্স – ৯৪
মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে কেএল রাহুল অবশ্য শতরান করেননি, কিন্তু তাঁর ৯৪ রানেক ইনিংসটি তাঁর এ মরশুমের সেরা ইনিংস ৷ ১৪ ইনিংসে তাঁর মোট রান ৬৫৯ ৷ ব্যাটিং গড় ৫৪.৯১ ৷
আরও পড়ুন -আইপিএল ফাইনাল মাঠে ‘উই আর ফ্যামিলি’ ছবি তুলে ধরল সিএসকে
ক্রিস গেইল (কিংস ইলেভেন পঞ্জাব)বনাম সানরাইজার্স হায়দরাবাদ- ১০৪ *
এ মরশুমের নিলামে কোনও দলই তাঁকে কিনতে চায়নি প্রথমে, সেই গ্লানি মুছতেই যেন বিধ্বংসী হয়ে উঠেছিল ক্যারিবিয়ান তালিসম্যানের ব্যাট ৷ সানরাইজার্সের বিরুদ্ধে ওই ইনিংসে তিনি ৬৩ বলে অপরাজিত ১০৪ করেছিলেন ৷ তাঁর ইনিংসে ছিল ১১ টি ছয় ও ১ টি চার ৷