TRENDING:

টাটা বাই বাই আইপিএল, একনজরে দেখে নিন সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স

Last Updated:

২০১৮-র আইপিএল শেষ ৷ সব মরশুমের মতো এবার দারুণ কিছু পারফরম্যান্সের সাক্ষী হয়ে থাকলেন ক্রিকেটপ্রেমী দর্শক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১৮-র আইপিএল শেষ ৷ সব মরশুমের মতো এবার দারুণ কিছু পারফরম্যান্সের সাক্ষী হয়ে থাকলেন ক্রিকেটপ্রেমী দর্শক ৷ ফাইনালে-র শ্যেন ওয়াটসনের দারুণ ইনিংস থেকে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গেইল ধামাকা সবই ছিল নজর কাড়া ৷ দেখে নেওয়া যাক কোন ৫ টি পারফরম্যান্স কেড়ে নিল নজর ৷
advertisement

শ্যেন ওয়াটসন (সিএসকে) বনাম সানরাইজার্স হায়দরাবাদ- ১১৭ *

আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে দারুণ ইনিংসটা খেললেন অজি প্রাক্তনী তা নিঃসন্দেহে এই আইপিএলের সেরা ইনিংসে-র লড়াইতে এক নম্বর জায়গা দখল করে নেবে ৷ রশিদ খান থেকে শুরু করে সন্দীপ শর্মা সকলের বলেই একইরকম স্বচ্ছন্দ ছিল শ্যেন ওয়াটসন ৷ ১১ টি চার ৮ টি ছয় মেরেছিলেন তিনি ৷

advertisement

 আরও পড়ুন -টিম বাসে আনন্দে মাতোয়ারা দল, নাচে-গানে বুঁদ চেন্নাই সুপার কিংস,দেখুন ভিডিও

ঋষভ পন্থ ( ডিডি) বনাম সানরাইজার্স হায়দরাবাদ - ১২৮ *

অধিনায়ক বদল, লিগ টেবলের অষ্টম হওয়া ,পারফরম্যান্স গ্রাফে অদ্ভুত ওঠাপড়ার মধ্যে দিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের এই মরশুমটা গেছে ৷ তবে দারুণ পারফরম্যান্স করেছেন তরুণ ঋষভ পন্থ ৷ এমার্জিং প্লেয়ার ও স্টাইলিশ প্লেয়ার দুটি খেতাবই ঝোলায় পুড়েছেন ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর অপরাজিত ১২৮ রানের ইনিংস অন্যতম সেরা ৷ গোটা টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ৬৮৪ রান ৷

advertisement

অম্বাতি রায়ডু (সিএসকে ) বনাম সানরাইজার্স হায়দরাবাদ - ১০০ *

চেন্নাই সুপার কিংস এ মরশুমের শুরুতে যখন টুর্নামেন্টে এসেছিল তখন অনেক সমালোচনা শুনেছিল ক্রিকেটারদের বয়স নিয়ে ৷ কিন্তু সেই সমালোচনা ফুঃ দিয়ে উড়িয়ে দিয়েছেন সিএসকে ক্রিকেটাররা ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গ্রুপ পর্বে ১০০ রানের অম্বাতির ইনিংসটি এই আইপিএলের অন্যতম সেরা ইনিংস৷

advertisement

কে এল রাহুল (কিংস ইলেভেন পঞ্জাব ) বনাম মুম্বই ইন্ডিয়ন্স – ৯৪

মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে কেএল রাহুল অবশ্য শতরান করেননি, কিন্তু তাঁর ৯৪ রানেক ইনিংসটি তাঁর এ মরশুমের সেরা ইনিংস ৷ ১৪ ইনিংসে তাঁর মোট রান ৬৫৯ ৷ ব্যাটিং গড় ৫৪.৯১ ৷

আরও পড়ুন -আইপিএল ফাইনাল মাঠে ‘উই আর ফ্যামিলি’ ছবি তুলে ধরল সিএসকে

advertisement

ক্রিস গেইল (কিংস ইলেভেন পঞ্জাব)বনাম সানরাইজার্স হায়দরাবাদ- ১০৪ *

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ মরশুমের নিলামে কোনও দলই তাঁকে কিনতে চায়নি প্রথমে, সেই গ্লানি মুছতেই যেন বিধ্বংসী হয়ে উঠেছিল ক্যারিবিয়ান তালিসম্যানের ব্যাট ৷ সানরাইজার্সের বিরুদ্ধে ওই ইনিংসে তিনি ৬৩ বলে অপরাজিত ১০৪ করেছিলেন ৷ তাঁর ইনিংসে ছিল ১১ টি ছয় ও ১ টি চার ৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
টাটা বাই বাই আইপিএল, একনজরে দেখে নিন সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স