টিম বাসে আনন্দে মাতোয়ারা দল, নাচে-গানে বুঁদ চেন্নাই সুপার কিংস,দেখুন ভিডিও
Last Updated:
আইপিএল চ্যাম্পিয়ন তারা ৷ দলে আবার চ্যাম্পিয়ন গানের ডিজে ব্র্যাভোও হাজির তাহলে নাচগান হবে না তাও কী হয় ৷
#মুম্বই: আইপিএল চ্যাম্পিয়ন তারা ৷ দলে আবার চ্যাম্পিয়ন গানের ডিজে ব্র্যাভোও হাজির তাহলে নাচগান হবে না তাও কী হয় ৷ যেমন ভাবছেন তেমন হয়নি ৷ না এরকম ভাবার কারণ নেই যে ওয়াংখেড়েতে চ্যাম্পিয়ন দল বাসে উঠে যার যার সিটে বসেছিল ৷
এদিন শুধু ব্র্যাভোই নয় , গোটা দলই ছিল নাচগানের মুডে ৷ টিম বাসে উঠে অবশ্য সকলেই ব্যস্ত ছিলেন মুঠোফোনে ৷ তারপরেই হঠাৎ বদল বাসেই টিম মেম্বারের জন্মদিনের পালন ,আর তাতেই নাচ-গান আনন্দ করতে শুরু করলেন মুরলী বিজয়, হরভজন সিং, রবীন্দ্র জাডেজা, শ্যেন ওয়াটসন, ইমরান তাহিররা ৷
advertisement
advertisement
সকলেই গানের সুরে গলা মেলালেন ৷ অ্যাডঅন অবশ্যই ছিল ডিজে ব্র্যাভোর নাচ-গান ৷
Location :
First Published :
May 28, 2018 2:49 PM IST