এদিকে এফআইআরে যে নামগুলি উঠেছে তাতে কলকাতা কানেকশনও জড়িয়ে গেল ৷ বেটিং দুনিয়ায় জুনিয়র কলকাতা নামে খ্যাত সুরিন্দর বাগরি কলকাতার লোক ৷ এছাড়াও এফআইআরে রয়েছে মুনির খান, কিরণ মালা, কেতন তান্না, রবি সুলায়া পূজারিরও নাম রয়েছে ৷ অভিযোগকারী রিতেশ হাসমুখ শাহ জানিয়েছেন তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হত ৷ পাশাপাশি ৩ কোটি টাকা চাওয়া হচ্ছিল ৷ তাঁকে ভয় দেখাতে বন্দুকও দেখানো হয়েছিল ৷ জানুয়ারি মাসের ২২ তারিখে তাঁকে থানে থেকে তুলে নিয়ে গিয়ে গোরেগাঁও নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁর ফ্ল্যাট মর্ডগেজ লিখিয়ে নেওয়া হয় জোরকরে ৷ এই এফআইআরের ভিত্তিতেই MCOCA –আইন প্রয়োগ করতে চলেছে থানে পুলিশ স্টেশন ৷
advertisement
আরও পড়ুন - যৌনতায় ভিন্ন স্বাদ যোগাতে হাজির রাশিয়া, বিশ্বকাপের বাজারে আসছে নয়া ‘ব্রথেল’
এদিকে এই তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে ৷ সূত্রের খবর নাম জড়িয়েছে প্রাক্তন পুলিশ সোহেল বুদ্ধা ও তাঁর ভাই সমীরের ৷ খবর সমীরের গাড়িতে করে সোনুর অ্যাকাউন্টে ২ কোটি টাকা ট্রান্সফার করেছিলেন সোহেল ৷ এঁদেরকেও খুব দ্রুত সমন পাঠানো হবে ৷
আরও পড়ুন - তরুণ বনাম অভিজ্ঞ প্রথম একাদশে ঢোকার লড়াই নিয়ে,রাশিয়ায় মেসির আর্জেন্টিনা
এই সমীরের সূত্র ধরেই বিভিন্ন পুলিশের সঙ্গে যোগসূত্র ছিল সোনুর ৷ যাঁদের সঙ্গে ফোনের কথোপকথন রেকর্ড করত সে, পরে সেই দিয়ে তাঁদের ব্ল্যাকমেলও করা হত ৷
এদিকে এই ঘটনা প্রথম লাইমলাইটে আসে যখন আরবাজ খানের নাম জড়িয়ে যায় ৷ পুলিশি জেরায় আরবাজ জানিয়েছেন তিনি ৬ বছর ধরে নিয়মিত আইপিএলে বেটিং করছিলেন ৷ এদিকে এই তদন্তের সূত্রে আলুম্ব্রা এন্টারটেনমেন্ট ও লোটাস ফিল্ম কোম্পানির সিইও পরাগ সাংভি-কেও ডাকতে চলেছে থানে পুলিশ ৷