যৌনতায় ভিন্ন স্বাদ যোগাতে হাজির রাশিয়া, বিশ্বকাপের বাজারে আসছে নয়া ‘ব্রথেল’

Last Updated:

বিশ্বকাপে রাশিয়া কীভাবে সেজে উঠেছে তা নিয়ে রীতিমতো উৎসাহিত ফুটবলপ্রেমী জনতা ৷ বিশ্বকাপের জন্য অবশ্য একেবারেই নয়া এক জিনিস বাজারে আনতে চলেছে রাশিয়া ৷

#মস্কো : বিশ্বকাপে রাশিয়া কীভাবে সেজে উঠেছে তা নিয়ে রীতিমতো উৎসাহিত ফুটবলপ্রেমী জনতা ৷ বিশ্বকাপের জন্য অবশ্য একেবারেই নয়া এক জিনিস বাজারে আনতে চলেছে রাশিয়া ৷
এই ধরণের মেগা ইভেন্টে প্রচুর পরিমাণে পর্যটক দেশে আসেন ৷ আয় হয় প্রচুর বিদেশি মুদ্রার ৷ চাঙ্গা হয়ে ওঠে অর্থনীতি ৷ এই সময়ে বিভিন্ন দেশের যৌনপল্লীরও প্রচুর রোজগার হয় ৷ তবে এবার এই যৌনসুখের যোগান দিতে মস্কোয় এক অভিনব ‘ব্রথেল’ নিয়ে আসা হচ্ছে ৷
advertisement
advertisement
বিশ্বের প্রথম রোবোটিক ব্রথেল তৈরি হয়েছে মস্কোতে ৷ এর জেরে যৌনপল্লীর কর্মীরা নিজেদের পেশা নিয়ে ক্ষতির সামনেও দাঁড়াতে পারেন ৷ মানুষরূপী এই রোবটগুলিকে পুরোপুরি মানুষের ফিল দিয়েই তৈরি করা হচ্ছে ৷ আর ‘মওকা পে চওকা’মারতে বিশ্বকাপের বাজারেই বিশাল অর্থ বিলগ্নীকরণ করে যে রোবোটিক ব্রথেল তৈরি করা হয়েছে তা খুলে দেবে সাধারণ মানুষের জন্য ৷
advertisement
sex_1
মস্কোর বিজনেস ডিস্ট্রিক্টে তৈরি এই ব্রথেলের নাম ‘দ্য ডলস হোটেল ’৷ এই ব্রথেলে গেলে ঘন্টা পিছু খরচও সাধারণ ভ্রমণার্থীদের সামর্থ্যের কথা মাথায় রেখে কমেই বেঁধে দিয়েছেন এমনটাই জানিয়েছেন ব্রথেল মালিকরা ৷ ঘন্টা প্রতি ২৪ থেকে ৪০ ডলার খরচ হবে এই যৌনালয়ে ৷ যা ভারতীয় মুদ্রায় ১৬০০ – ২৮০০ টাকা প্রতি ঘন্টা ৷
advertisement
তবে যন্ত্রচালিত এই যৌনকর্মীদের সঙ্গে যৌনসুখ ভোগ করার আগে অবশ্য মানুষের মধ্যে চাহিদা যেরকম থাকবে, তেমনি অভিনব এই বিষয় নিয়ে নানারকম প্রশ্নও থাকবে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
যৌনতায় ভিন্ন স্বাদ যোগাতে হাজির রাশিয়া, বিশ্বকাপের বাজারে আসছে নয়া ‘ব্রথেল’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement