আর্জেন্টিনার ‘জবরা ফ্যান’-র এমন কাজ, জায়গা করে নিলেন আর্জেন্টিনা ফুটবলের অফিসিয়াল টুইটারেও

Last Updated:

সব দলেরই সমর্থক থাকে ৷ ফ্যানদের নানা গল্পও থাকে ৷ নিজেদের দলের সমর্থনে কেউ জার্সি পড়েন, কেউ বা আবার নিজের পছন্দের ফুটবলারের ঢঙে হেয়ারস্টাইল করেন ৷

#বুয়েনস আয়ার্স: সব দলেরই সমর্থক থাকে ৷ ফ্যানদের নানা গল্পও থাকে ৷ নিজেদের দলের সমর্থনে কেউ জার্সি পড়েন, কেউ বা আবার নিজের পছন্দের ফুটবলারের ঢঙে হেয়ারস্টাইল করেন ৷ কেউ আবার নিজের বাড়ি- ঘর এমনকি পাড়াও রঙ করে নেন ৷
তাঁদের এই পাগল ভালোবাসার কোনও প্রতিদানও তাঁরা আশা করেন না ৷ তবে যদি কোনওভাবে তাঁদের এই অন্ধ আবেগের সমর্থন মিলে যায় তাহলে তো ডবল বোননজা ৷ সেরকমই হয়েছে ৷ মেসি তথা আর্জেন্টিনার এক ফ্যান সোশ্যাল হ্যান্ডেলে যাঁর পরিচিতি এমিলিজনিম্যাক্সি নামে এবং হ্যান্ডেলের নাম ম্যাগনিফিসেন্ট মেসি , তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি দিয়েছিলেন ৷ যাঁরা আর্জেন্টিনার জার্সি পড়ে আছেন ৷ আর একই সঙ্গে নিজের স্কুটিটিকেও আর্জেন্টিনার রঙে রাঙিয়ে দিয়েছেন ৷
advertisement
advertisement
গোটা স্কুটির চারদিকই মেসি-আর্জেন্টিনা দল ও অ্যালবিসেলেস্তের দাপট ৷
1_0001_DexwofFU0AA-LSE 1_0002_DexwpM0VMAIHF65 1_0003_DexwqCPV4AAgZ0x
Photo Courtesy - Argentina Football /Twitter Handle Photo Courtesy - Argentina Football /Twitter Handle
advertisement
আর এই পুরো ছবি সহ টুইটটি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার অফিসিয়াল ফুটবল পেজের টুইটার হ্যান্ডেলে ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনার ‘জবরা ফ্যান’-র এমন কাজ, জায়গা করে নিলেন আর্জেন্টিনা ফুটবলের অফিসিয়াল টুইটারেও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement